শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:২৯

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় চিকিত্সাধীন বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাবিবুর রহমান (৫২) ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এক মামলার আসামি জামাল ড্রাইভারের মৃত্যু হয়।

কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ফয়সাল জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাবিবুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সেখান থেকে গত ৩ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।

এদিকে দুপুর একটার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় হাজতী জামাল ড্রাইভারকে (৬৫) হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতী নং ২০১৮৫/১৯। নিহতের বাবার নাম আমিন উদ্দিন। তার বাড়ি নারায়ণগঞ্জ ফতুল্লায়।