শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পশ্চিমের জেলাগুলোতে ফের দাবদাহ

আপডেট : ১৯ মে ২০১৯, ২২:২০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিমের জেলাগুলোতে ফের দাবদাহ শুরু হয়েছে। গরমের দাপটে অস্বস্তি গোটা এলাকা জুড়ে। রাস্তায় হাঁটাচলা দায়। গরমের হলকা গায়ে লাগছে। মাথায় ছাতা দিয়েও গরমের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। জেলাগুলো হচ্ছে- যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।

ঘূর্ণি ঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ার পর টানা এক সপ্তাহ দাবদাহ ছিল। এরপর কয়েক দিনের বৃষ্টিতে মানুষ স্বস্তি পায়। তারপর ৪ দিন ধরে চলছে তাপ প্রবাহ। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষ। কৃষকরা মাঠে কাজ করতে পারছে না।