শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাভারে গার্মেন্টসের ৪৮ শ্রমিককে সাময়িক বরখাস্ত

আপডেট : ২০ মে ২০১৯, ০০:২৫

সাভারে নির্দিষ্ট সময়ে বেতন, বোনাস ও ওভারটাইম পরিশোধসহ ১১ দফা দাবিতে তৈরি পোশাক কারখানায় আন্দোলন, ভাঙচুর ও স্টাফদের মারধরের অভিযোগে ৪৮ শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। রবিবার সকালে সাভারের শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকার স্প্রিং ট্রেড লি. নামক ওই কারখানার মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া কারখানার অভ্যন্তরে ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও মারধরের অভিযোগে এরই মধ্যে ৪৮ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্প্রিং ট্রেড লিমিটেড কারখানার এ্যাডমিন ম্যানেজার ইব্রাহিম খলিল সুহায়েল জানান, কারণ দর্শানোর জন্য ওই ৪৮ শ্রমিকের  ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে শ্রমিকরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, বর্তমানে কারখানার পরিবেশ স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কারখানা এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।