বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিএএফ ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স ও এভিয়েশন ইনস্ট্রাক্টরস ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:০৭

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৬তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স ও ৪র্থ এভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়াতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বিমান বাহিনীর সাতজন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র অর্জন করেন। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর দুজন কর্মকর্তা প্রধান অতিথির নিকট থেকে এভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের সনদপত্র গ্রহণ করেন। ৫৬তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন। ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহফুজ উদ্দীন, এসিএসসি, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যশোরের বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মুহাম্মদ শাফকাত আলীসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।