শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাভারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০০:১৭

সাভারে পৃথক স্থানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভারের বলিয়ারপুরে এবং শুক্রবার সকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃতরা হলো—ভোলা জেলার শান্তিরহাট থানার চর সুমাইয়া গ্রামের মো. নাছিরের ছেলে মো. রাসেল (২০) ও বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার নান্নু মিয়ার কারখানার শ্রমিক ফারুক (২৪)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বলিয়ারপুর এলাকার শ্যামলী পরিবহনের ডিপোতে একটি গাড়ির বডি ঝালাইয়ের কাজ করছিল শ্রমিক রাসেল ও এমদাদ। রাসেল গাড়ির নিচে ঢুকে ঝালাই করার সময় হঠাত্ বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চিত্কার দেয়। এ সময় সহকর্মী এমদাদ দ্রুত ছুটে গিয়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে অন্য শ্রমিকদের সহায়তায় রাসেলকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

অন্যদিকে গতকাল শুক্রবার সকালে উপজেলার সামাইর এলাকার নান্নু মিয়ার কারখানায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় ফারুক।