শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানিকগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে চোখের চিকিত্সা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৪

বছরব্যাপী সেবা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে মানিকগঞ্জে ন্যাশনাল পলিটেকনিক ক্যাম্পাস এলাকার গরিব ও দুস্থ মানুষের বিনামূল্যে চোখের চিকিত্সা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়, এতিম ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও খাদ্য বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন ফখরুদ্দিন আহমেদ। মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইস্টিটিউটে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সভাপতি এবং এনপিআই ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম খান, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর ২য় ভাইস গর্ভনর লায়ন জালাল আহমেদ, সাবেক জেলা গভর্নর লায়ন এফ রইস উদ্দিন, কনভেনশন চেয়ারপারসন লায়ন মো. হানিফ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম খান, লায়ন মো. গিয়াস মাহমুদ, লায়ন মো. আলম প্রমুখ।