শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অমত্স্যজীবীদের ঠেকাতে সমিতিগুলোর ঐক্য কামনা করলেন মত্স্য প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

জলমহাল ইজারা প্রাপ্তিতে অমত্স্যজীবীদের ঠেকাতে হাওর-বাওড় এলাকাধীন মত্স্যজীবী ও মত্স্যজীবী সমিতিগুলোর ঐক্য কামনা করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, জলমহালের ইজারা প্রাপ্তির অধিকার প্রকৃত মত্স্যজীবীদেরই। তাদেরই জলমহালের ইজারা দেওয়া উচিত।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘হাওরের ইজারাপ্রথা ও মত্স্য ব্যবস্থাপনা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মত্স্যজীবী সংগঠনকেই জলমহাল ইজারা দেওয়া সরকারের লক্ষ্য হলেও মত্স্যজীবীদের অনৈক্যের কারণে অমত্স্যজীবী সংগঠন ইজারা বাগিয়ে নিতে সক্ষম হয়। আবার কিছুক্ষেত্রে মত্স্যজীবী সমিতির নেওয়া লিজকে তাদের কাছে অবৈধভাবে সাবলিজও দেওয়া হয়, যা উচিত নয়।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মত্স্য অধিদপ্তরের পরিচালক কাজী শামস আফরোজ, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিডব্লিউটিসির সাবেক পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।