শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘিওরে ভাঙা ব্রিজে বাঁশের সাঁকোর জোড়া

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:২৯

ঘিওর (মানিকগঞ্জ) :মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের কুস্তা ইছামতি শাখা নদীর ওপর এলজিইডি নির্মিত পুরাতন ব্রিজটির অর্ধেক অংশ সাত বছর আগে ধসে নদীতে পড়ে যায়। আর ভাঙা বাকি অর্ধেক অংশ পূরণ করা হয়েছে বাঁশের সাঁকো দিয়ে। গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে ঐ বাঁশের সাঁকোটি নির্মিত হয়। মানিকগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে দৌলতপুর উপজেলার খলসী, জিয়নপুর, বাঘুটিয়া এবং ঘিওর উপজেলার পয়লা ও ঘিওর সদর ইউনিয়নের হাজার হাজার লোকজনের যোগাযোগের একমাত্র ভরসা এ ব্রিজটি। কিন্তু আধাপাকা-আধাবাঁশের সাঁকোর তৈরি জোড়াতালি মার্কা এ ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ।  যেকোনো সময় ব্রিজটি পুরোপুরি ধসে অনেকের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। ঘিওর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম (টুটুল) বলেন, খুব তাড়াতাড়ি ব্রিজ পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে ঘিওর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান জানান, ব্রিজের অর্ধেক অংশ ধসে নদীতে পড়ে গেছে। আর বাকি অর্ধেক ঝুঁকিপূর্ণ অংশের পিলার ও নিচের মাটি সরে গেছে। তাছাড়া অনেক পুরাতন ব্রিজ হওয়াতে এটা পুনর্নির্মাণ জরুরি হয়ে পড়েছে। ইতিপূর্বে সেখানে সয়েল টেস্ট করা হয়েছে। এ অর্থবছরের মধ্যেই ব্রিজের কাজ শুরু করা হবে                 —মো. শফি আলম