শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যশোরে শিক্ষার মানোন্নয়নে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সেমিনার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৪৪

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন, প্রতিবন্ধকতা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার গতকাল সোমবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। যশোর জেলার কয়েকজন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের নিয়ে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল আলিম, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান. সাবেক অধ্যক্ষ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পাভেল চৌধুরী, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম আজিজুর রহমান এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম আবদুস সামাদ। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারহানা খানম ফেরদৌসী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুশফিক এম চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি