বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:ইংরেজি,বিজ্ঞান,গণিত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৯:৩৩

ইংরেজি

 

সুপ্রিয় বন্ধুরা, গ্রামারের বিষয়গুলো জেনে নাও।

 

নিচের Sentence গুলো পড় :

Stop. —থাম।

Start writing. —লেখা শুর“ কর।

Good morning! —শুভ সকাল!

If I were a bird! —আমি যদি পাখি হতাম!

উপরের Sentence গুলোতে কোনো না কোনোভাবে মনের ভাব প্রকাশ পেয়েছে। এগুলোই হলো Language বা ভাষা।

কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থপূর্ণ না হলে তা ভাষা হয় না। যেমন— The fox flies in the sky. —শিয়ালটি আকাশে ওড়ে। এটিকে ভাষা বলা যাবে না। কারণ শিয়াল আকাশে উড়তে পারে না।

তার মানে, Language এর সংজ্ঞা হলো— মনের ভাব প্রকাশের জন্য যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করা হয় সেগুলোকে Language (ভাষা) বলে।

যেমন— Bengali, English, French, Arabic ইত্যাদি।

 

I am a student. —আমি একজন ছাত্র।

He is a student. —সে একজন ছাত্র।

You are students. —তোমরা ছাত্র।

উপরের বাক্যগুলোতে কোথাও ‘am’, কোথাও ‘is’, কোথাও ‘are’ বসেছে। আবার কোথাও ‘Student’ এবং কোথাও ‘Students’ বসেছে।

‘Student’এর পূর্বে ‘a’ বসেছে, কিন্ু ‘Students’ এর পূর্বে ‘a’ বসেনি। এই নিয়ম কানুনগুলোই হলো Grammar|

তার মানে, Grammar এর সংজ্ঞা হলো— একটি ভাষাকে সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারার জন্যে যে সকল নিয়ম-কানুনের প্রয়োজন হয় সেগুলোকে Grammar (ব্যাকরণ) বলে।

যেমন— English grammar, Bangla grammar ইত্যাদি।

English grammar :

English Language সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারার জন্যে যে সকল নিয়মকানুন প্রয়োজন সেগুলোকে English grammar বলে।

Sound :

 

মনে কর, তুমি আল আমিন। তোমার ছোট বোন সামিহা বর্ণপরিচয় শিখছে। তুমি তোমার পড়ার টেবিল থেকে শুনতে পার সামিহার পড়া। সে পড়ছে অ, ই, ঈ, উ। তুমি সামিহার পড়ার ঘরে গিয়ে দেখলে তার শিক্ষক সামিহাকে বলছেন— ‘বল— বি/বি/বি’। সামিহা আনন্দের সাথে শিক্ষক অনুসরণ করছে। তুমি এতক্ষণ সামিহার পড়ার সময় যে আওয়াজ শুনেছ, তাই হলো Sound (ধ্বনি)।

তার মানে, Sound এর সংজ্ঞা হলো—

ভাষার সবচেয়ে ছোট একককে Sound (ধ্বনি) বলে।

Alphabet :

A, B, C, D, E .......... Z —এগুলো হলো ইংরেজি Letter। সবগুলো Letter কে একসাথে Alphabet বলে।

তার মানে, Alphabet এর সংজ্ঞা হলো— A হতে Z পর্যন্ত ২৬টি বর্ণকে একত্রে Alphabet (বর্ণমালা) বলে।

                Letter :

তুমি পরের দিন সামিহার পড়ার ঘরে গিয়ে দেখলে সে খাতায় লিখেছে অ, ই, ঈ, উ।

এই লিখিত রূপ হলো Letter (বর্ণ/।

তার মানে, Letter এর সংজ্ঞা হলো— ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে Letter (বর্ণ/ ) বলে। যেমন— অ, ই, ঈ, উ ইত্যাদি।

Capital Letter & Small Letter :

English Alphabet (ইংরেজি বর্ণমালা)

—এর Letter গুলোর প্রত্যেকটির দুইটি রূপ আছে। এগুলোকে Capital Letter I Small Letter বলে।

Capital Letter : বড় হাতের অরকে Capital Letter বলে।

যেমন— A, B, C, D ইত্যাদি।

Small Letter : ছোট হাতের  Small Letter বলে।

যেমন— a, b, c, d ইত্যাদি।

তার মানে, Vowel এর সংজ্ঞা হলো—

A, E, I, O, U এই ৫টি Letter —কে Vowel বলা হয়। Vowel ছাড়া বাকি ২১টি Letter —কে Consonant বলা হয়। যেমন— B, C, D ইত্যাদি।