বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৯:৩৪

আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?

হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞানকে বলা হয় ?

উত্তর:ব্যবসায়ের ভাষা।

আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?

উত্তর: ইতালিতে।

লুকাপ্যাসিলিও ছিলেন?

উত্তর:ইতালির একজন গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক।

লুকাপ্যাসিলিও কর্তৃক রচিতগ্রন্থ হলো-

উত্তর:“দু’তরফা দাখিলা হিসাবরক্ষণ পদ্ধতি”

লেনদেন-এর আভিধানিক অর্থ কি?

উত্তর:আদান-প্রদান।

লেনদেনের উত্পত্তি হয়—

উত্তর:আর্থিক ঘটনা থেকে।

সব ধরনের ঘটনা—

উত্তর: লেনদেন নয়।

সকল লেনদেন-ই প্রভাবিত করবে—

উত্তর:হিসাব সমীকরণকে।

হিসাব সমীকরণ হলো—

উত্তর:A=E, A=L+E/P/OE।

বাংলাদেশে CA ডিগ্রী প্রদান করে কোন প্রতিষ্ঠান?

উত্তর:ICAB .

জাবেদা (journal) ফরাসি শব্দ jour শব্দ থেকে। জার (jour) অর্থ কি?

উত্তর:দিবস।

জাবেদার বিভিন্ন নাম হচ্ছে—

উত্তর:প্রাথমিক হিসাব বই, দৈনিক হিসাব বই, সাহায্যকারী হিসাব বই।

খতিয়ান (Ledger) শব্দটি ledge শব্দ থেকে উত্পত্তি যার অর্থ কি?

উত্তর:তাক বা শেলফ।

খতিয়ানের বিভিন্ন নাম হচ্ছে-

উত্তর:হিসাবের পাকা বই, স্থায়ী বই, হিসাব বহির রাজা বলা হয়।

ক্রয় জাবেদা লিপিবদ্ধ করাহয়—

উত্তর:ধারে পণ্য ক্রয়।

বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয়—

উত্তর:ধারে পণ্য বিক্রয়।

নগদ প্রাপ্তি জাবেদা লেখাহয়

উত্তর:সকল নগদ প্রাপ্তি।

নগদ প্রদান জাবেদা লেখা হয় -

উত্তর:সকলনগদ প্রদান।

b/dও c/d এর পূর্ণরূপ-

উত্তর: Brought down ,Carried down .

খচরা নগদানবইকে বলা হয়—

উত্তর:petty cash book .