বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল’ কবিতায় প্রকাশ পেয়েছে-

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৯:৫২

বাংলা

 

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল

—নির্মলেন্দু গুণ

 

১। ‘নির্মলেন্দু গুণ’ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) ঢাকা      (খ) নেত্রকোণা

(গ) টাঙ্গাইল  (ঘ) নোয়াখালি

২। নির্মলেন্দু গুণ কোন পেশায় নিয়োজিত ছিলেন?

(ক) ব্যবসায়    (খ) ডাক্তারি

(গ) আইন       (ঘ) সাংবাদিকতা

৩।‘আপন দলের মানুষ’ নির্মলেন্দু গুণের কোন ধরনের গ্রন্থ?

(ক) ছোটগল্পগু (খ) কাব্যগ্রন্থ

(গ) উপন্যাস                                              

(ঘ) ছোটদের জন্য লেখা উপন্যাস

৪। নির্মলেন্দু গুণ কত সালে বাংলা একাডেমী পুরস্কার পান?

(ক) ১৯৮১ সালে  (খ) ১৯৮২ সালে

(গ) ১৯৮৩ সালে (ঘ) ১৯৮৫ সালে

৫। নির্মলেন্দু গুণের কবিতায় কী প্রকাশ পেয়েছে?

(ক) সামাজিক জীবন

(খ) রোমান্টিক প্রণয়

(গ) প্রতিবাদী চেতনা                                    

(ঘ) রাজনৈতিক চেতনা

৬। কখন থেকে উদ্যান অভিমুখে লোকজন আসতে শুরু করেছিল?

(ক) দুপুর থেকে  (খ) বিকেল থেকে

(গ) ভোর থেকে  (ঘ) সকাল থেকে

৭। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল?

(ক) মধ্যবিত্ত     (খ) নিম্নবিত্ত

(গ) অফিসার    (ঘ) কৃষক

৮। কারখানার শ্রমিক কপালে কবজিতে কী বেঁধে এসেছিল?

(ক) গামছা     (খ) রঙিন কাগজ

(গ) লাল সালু (ঘ) সাদা কাপড়

৯। একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের- কখন আসিবে কবি? এখানে কার আসার কথা বলা হয়েছে?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(খ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

(ঘ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

১০। ৭ই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়েছিল?

(ক) রমনার উদ্যানে                                      (খ) রেসকোর্স ময়দানে

(গ) পল্টন ময়দানে                                       (ঘ) গুলিস্তান চত্বরে

১১। এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কে?

(ক) লেখক   (খ) কবি

(গ) গায়ক    (ঘ) নায়ক

১২। কবি নির্মলেন্দু গুণ-এর ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল’ কবিতায় প্রকাশ পেয়েছে-

(ক) সামাজিক জীবন                                    (খ) রাজনৈতিক জীবন

(গ) প্রতিবাদী জীবন(ঘ) জীবন চরিত্র

১৩। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেমন কবি বলা হয়েছে?

(ক) জাতীয় কবি  (খ) বিদ্রোহী কবি

(গ) জনতার কবি (ঘ) রাজনীতির কবি

১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করা হয় কোন পত্রিকায়?

(ক) ওয়াশিংটন পোস্ট                                    (খ) নিউইয়র্ক টাইমস

(গ) এশিয়া নিউজ  (ঘ) নিউজ উইক

১৫। রেসকোর্সে সমবেত লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে কবি কল্পনা করেছেন-

(ক) বর্ষায় সাগরের উত্তাল ঢেউরূপে

(খ) জনসমুদ্রের উত্তাল ঢেউরূপে

(গ) জনসমুদ্রের বাগানরূপে

(ঘ) লাল সূর্য আঁকা পতাকারূপে

১৬। রেসকোর্স ময়দানে জনসমুদ্রের একদিকে যে মঞ্চ ছিল কবি তাকে কী বলে আখ্যায়িত করেছেন?

(ক) সমুদ্রের ভেলা                                        (খ) জনসমুদ্রের নৌকা

(গ) জনসমুদ্রের ঢেউ                                      (ঘ) জনসমুদ্রের তীর

১৭। সেদিনের শিশু পার্কের মাঠ কিসে ঢাকা ছিল?

(ক) ফুলে       (খ) চাকচিক্যে

(গ) দুর্বাদলে   (ঘ) সবুজ গালিচায়

১৮। স্বাধীনতা সংগ্রামের বাণী যেখানে উচ্চারিত হয়েছিল সেখানে আজ কিসের অবস্থান?

(ক) জাদুঘর        (খ) শিশুপার্ক

(গ) চিড়িয়াখানা    (ঘ) স্মৃতিসৌধ

১৯।‘শ্রেষ্ঠ বিকেলের গল্প’ কবি কার জন্য রেখে যাচ্ছেন?

(ক) অনাগত শিশুর জন্য

(খ) বাঙালির জন্য (গ) প্রিয়ার জন্য                   (ঘ) কোনোটিই নয়

২০। কবি নির্মলেন্দু গুণ শিশুদের জন্য কী রেখে গেছেন?

(ক) উপন্যাস   (খ) কবিতা

(গ) ইতিহাস(ঘ) শ্রেষ্ঠ বিকেলের গল্প

২১।“এই শিশুপার্ক সেদিন ছিল না” কোথায়?

(ক) সাভারে  (খ) মতিঝিলে

(গ) টঙ্গিতে   (ঘ) রেসকোর্সে

২২। শিশু পার্কের দোলনা দেখতে কেমন?

(ক) কালো  (খ) হলুদ

(গ) সাদা   (ঘ) রঙিন

২৩। ‘আগামী দিনের কবি’ বলতে বোঝানো হয়েছে-

(ক) জাতির ভবিষ্যত্ প্রজন্মকে

(খ) জাতির ভবিষ্যত্ কবিকে

(গ) জাতীয় কবিতার ভবিষ্যেক

(ঘ) জাতীয় কবির ভবিষ্যেক

২৪। ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল’ কবিতায় কবি অন্য কোন কবি বা কবিদের চরণ ব্যবহার করেছেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) বিষ্ণু দে

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ও বিষ্ণু দে

২৫। আগামী দিনের কবির কাছে প্রত্যাশা হল-

i. একদিন সব সত্য তারা জানবে

ii. জাতির সঠিক ইতিহাস লেখা হবে

iii. তারা জাতির শ্রেষ্ঠ ব্যক্তিদের মূল্যায়ন করবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) i ও iii

(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

২৬। ৭ই মার্চের বিকেলকে শ্রেষ্ঠ বিকেল বলার কারণ-

i. বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন

ii. অশুভ শক্তিকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন

iii. বাঙালিকে জাতীয় চেতনার সাথে পরিচয় করিয়েছিলেন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

 

১.খ২.ঘ৩.ক৪.খ৫.গ৬.গ৭ক৮.গ৯.ক১০.খ১১খ১২.খ১৩.ঘ১৪.ঘ১৫খ১৬ঘ১৭.গ১৮.খ১৯.ক২০.ঘ২১.ঘ২২.ঘ২৩.ক২৪.ঘ২৫.ঘ২৬.ঘ