শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৯:০৪

বিরাম চিহ্ন

মো.কামরুল হাসান

সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস,খুলনা

 

প্রশ্ন/জিজ্ঞাসা (?)

নাম :প্রশ্ন/জিজ্ঞাসা

চিহ্ন : (?)

বাক্যে অবস্থান :শেষে

বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ ।

ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে ।

ব্যবহারের নিয়ম :

বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে বসে । যেমন :সে কি যাবে ?

 

বিস্ময়/আশ্চর্য (!)

 

নাম : বিস্ময়/আশ্চর্য

চিহ্ন : (!)

বাক্যে অবস্থান :মধ্যে ও শেষে

বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ ।

ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে ।

ব্যবহারের নিয়ম :হূদয়াবেগ (বিস্ময়, আবেদন, আর্তি, হতাশা, আনন্দ, দুঃখ ইত্যাদি) প্রকাশ করতে হলে বাক্যের শেষে বিস্ময় চিহ্ন বসে । যেমন :বাহ্ ! দারুণ বলেছো ।

 

কোলন (:)

নাম :কোলন

চিহ্ন : (:)

বাক্যে অবস্থান :মধ্যে

বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ ।

ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে ।

ব্যবহারের নিয়ম : কোলনের কাজ বাক্যের অন্তর্গত কোনো অংশকে বিশদ করা ।

যেমন :মৃত্যু ঝুঁকি ও আত্মোপলব্ধি : সাধারণ চিন্তা ।

[বর্তমানে ড্যাশ ও কোলন ড্যাশের পরিবতের্ বা বিকল্প হিসেবে অনেকেই শুধু কোলন ব্যবহার করছেন ।]

 

কোলন-ড্যাশ (:-)

নাম :কোলন-ড্যাশ

চিহ্ন : (:-)

বাক্যে অবস্থান :মধ্যে

বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ ।

ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে ।

ব্যবহারের নিয়ম :

১. উদাহরণ বা দৃষ্টান্ত দিতে কোলন-ড্যাশ চিহ্ন ব্যবহূত হয় । যেমন :বাক্য ৩ প্রকার । যথা :-সরল,  জটিল,  যৌগিক ।

[বর্তমানে কোলন ড্যাশের জায়গা দখল করে নিয়েছে কোলন বা ড্যাস ।]

 

ড্যাশ (-)

নাম :ড্যাশ

চিহ্ন : (-)

বাক্যে অবস্থান :পূর্বে ও মধ্যে

বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ ।

ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে না।

ব্যবহারের নিয়ম :

১. ড্যাশচিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক খণ্ড বাক্য জোড়া লাগানো হয় । যেমন :হঠাত্ মুহূর্তের জন্য- কী কারণে বুঝলাম না- আমাদেরও একটু যেন মন খারাপ হলো ।

২. সংলাপ বা কথোপকথনের শুরুতে ড্যাশ চিহ্ন বসে । যেমন :

-কেমন আছো?

্ত-ভালোআছি ।

 

হাইফেন (-)

 

নাম :হাইফেন

চিহ্ন : (-)

বাক্যে অবস্থান :পূর্বে ও মধ্যে

বিরতিকাল :প্রয়োজন নেই ।

ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে

না ।

ব্যবহারের নিয়ম :

হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয় । যেমন :উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে ।