বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২০২০

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮

জীববিজ্ঞান

মো.আসাদ- উজ্জামান , শিক্ষক

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। সামনে এসএসসি পরীক্ষা-২০২০। উদ্ভিদ বিজ্ঞানের উপর আলোচনা তোমাদের সকল স্তরের প্রশ্নোত্তরে সহায়তা করবে। মনোযোগ দিয়ে অধ্যায়টি পড়ে নিও।

                উদ্ভিদে গ্যাস বিনিময়

 

উদ্ভিদ জীবনে সালোকসংশ্লেষণ ও শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় (CO2 O2) বিনিময় ঘটে। প্রক্রিয়াটি নিম্নে সংক্ষেপে বর্ণনা করা হলো:

১। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য পরিবেশ থেকে CO2 গ্রহণ করে, যা পানির সাথে বিক্রিয়া করে O2 উত্পন্ন করে।

২। উত্পন্ন O2 পত্ররন্ধ্র, লেন্টিসেল এর মাধ্যমে বাইরের পরিবেশে বের করে দেয়।

৩। দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উত্পন্ন  O2 এর কিছু অংশ শ্বসন প্রক্রিয়ায় ব্যয় হয়।

৪। শ্বসন প্রক্রিয়ায় উত্পাদিত CO2 গ্যাসের কিছু অংশ সালোকসংশ্লেষণে ব্যবহূত হয় এবং বাকী অংশ বাইরের পরিবেশে মুক্ত হয়।

এভাবে আদান-প্রদানকৃত  O2  ও CO2 গ্যাসের পরিমাণ প্রায় সমান থাকে এবং প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে।

 

গাছের নিচে রাতের বেলা ঘুমালে শ্বাসকষ্ট দেখা দিতে পারে:

রাতের বেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে, ফলে  O2 গ্যাস উত্পন্ন হয় না। অন্যদিকে, শ্বসন প্রক্রিয়া দিবা-রাত্রি সব সময়ই সংঘটিত হয়, ফলে CO2  গ্যাসের উত্পাদন চলতে থাকে, যা পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে যুক্ত হয়। এজন্য গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে O2 এর অভাবে শ্বাস কষ্ট দেখা দিতে পারে।

শ্বসন (Respiration) ঃ

যে জৈবিক প্রক্রিয়ায় প্রাণিদেহের খাদ্যবস্তু অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি উত্পন্ন করে এবং বাইরে নির্গত হয়, তাকে শ্বসন বলে।

C6H12O6  +  6O2                        6CO2  +  6H2O  +  শক্তিগ্লুকোজ    + অক্সিজেন +  কার্বন ডাই অক্সাইড + পানি +  শক্তি