শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩০

সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য

 

২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম কবিতা—‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’; রচয়িতা-মাহবুব-উল-আলম চৌধুরী।

একুশের প্রথম গান — ভুলব না, ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না; রচয়িতা: গাজীউল হক এবং সুরকার: নিজামুল হক।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি।” গানটির গীতিকার— আব্দুল গাফ্ফার চৌধুরী।

 

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি” গানটির বর্তমান সুরকার— আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার: আব্দুল লতিফ।

 

‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’ গানটির গীতিকার— ফজলে-এ-খোদা এবং সুরকার: আব্দুল জব্বার।

একুশের প্রথম উপন্যাস— আরেক ফাল্গুন; রচয়িতা: জহির রায়হান।

একুশের প্রথম নাটক— কবর; রচয়িতা: মুনীর চৌধুরী।

স্মৃতির মিনার ও স্মৃতিস্তম্ভ কবিতা দুইটির রচয়িতা— আলাউদ্দিন আল আজাদ।

জীবন থেকে নেয়া ও Let Their be Light চলচ্চিত্রের পরিচালক — জহির রায়হান।

ভাষা আন্দোলন কেন্দ্রিক স্থাপনা

 

ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠান সৃষ্টি হয়— বাংলা একাডেমি (১৯৫৫ সালে)।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত- সেগুনবাগিচা, ঢাকা।

Mother Language Lovers of the World- কানাডা প্রবাসী বহুভাষীজনের সংগঠন।

কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি- হামিদুর রহমান।

দেশের সর্বোচ্চ শহিদ মিনার অবস্থিত- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

মোদের গরব ভাষ্কর্য অবস্থিত-বাংলা একাডেমি চত্বর।

মোদের গরব ভাস্কর্যের স্থপতি— অখিল পাল।

চেতনা-২১ হচ্ছে- ভাষা শহিদদের মুর্যাল চিত্র।

অমর একুশ ভাস্কর্যের স্থপতি- শিল্পী জাহানার পারভিন।

দেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় -টোকিও, জাপান।

দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ নির্মিত হয়- সিডনি, অস্ট্রেলিয়া।

মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়- ওমানে।

দেশের বাইরে দ্বিতীয় শহিদ মিনার নির্মিত হয় - কানাডা।

 

লাহোর প্রস্তাব ও যুক্তফ্রন্ট

 

এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন— ২৩ মার্চ ১৯৪০; লাহোরে।

এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয় — ৪ ডিসেম্বর ১৯৫৩।

যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল-৪টি; আওয়ামী লীগ, কৃষক প্রজাপার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল- নৌকা।

১৯৫৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়-  ১০ মার্চ।

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট লাভ করে— ২২৩টি আসন।

    মতামত:০১৭১৪৭০৫৭২৭