শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাস্তবের অনুভূতি জাগাবে এমন একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকে ভার্চুয়াল রিয়েলিটি বলে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. নুরুল হক

প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা কেমন আছো? পরীক্ষার আর বেশিদিন বাকি নেই ,এর মধ্যে প্রায় ৭টি বিষয়ের ১৩টি পত্রের প্রস্তুতি নিতে হবে তোমাদেরকে । তাই সময় নষ্ট না করে মূল্যবান এই সময়টুকুকে কাজে লাগাও। মনে রাখবে পরিশ্রম ও অধ্যাবসায়ই সাফল্যের চাবিকাঠি। আজ আমরা এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।

১. তথ্য প্রযুক্তি কী?

যে প্রযুক্তির মাধ্যমে তথ্য দ্রুত আহরণ,প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ,আধুনিকীকরণ,ব্যবস্থাপনা এবং বিতরণ করা হয় তাকে তথ্য প্রযুক্তি বলে।

২. রোবট কী?

রোবট হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র।

৩. বিশ্বগ্রাম কী?

ইন্টারনেট ও ইলেকট্রিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থাসমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বলে। বিশ্বগ্রামের জনক Marshal Mcluhan.

৪. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো লিখ।

বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো হল:

Åহার্ডওয়্যার  Å সফ্টওয়্যার

Åনেটওয়ার্ক সংযুক্ততা

Åডেটা        Å মানুষের সক্ষমতা

৫. বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো লিখ।

    বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো হল:

Åযোগাযোগ  Åকর্মসংস্থান

Åশিক্ষা        Åচিকিত্সা

Åগবেষণা     Åঅফিস

Åবাসস্থান     Åব্যবসা-বাণিজ্য

Åসংবাদ       Åবিনোদন ও সামাজিক যোগাযোগ

Åসাংস্কৃতিক বিনিময়

৬. বিশ্বগ্রামের সুবিধা লিখ।

অনলাইন কেনাকাটার সুবিধা পাওয়া যায়।

 টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং এর সুবিধা পাওয়া যায়।

ই-কমার্সের ফলে ব্যবসা-বাণিজ্য সহজ হয়েছে।

 কম খরচে একে অপরের সাথে যোগাযোগ করা যায়।

আউটসোর্সিং এর সাহায্যে অর্থ উপার্জন করা যায়।

সাংস্কৃতিক তথ্যাদি সহজে বিনিময় করা যায়।

৭. বিশ্বগ্রামের অসুবিধা লিখ।

Åসাইবার অপরাধ সংগঠিত হচ্ছে

Åগোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে

Åঅনৈতিক কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে

৮.টেলিকনফারেন্সিং কী?

টেলিকমিউনিকেশন ব্যবস্থার সাহায্যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান-প্রদানকে টেলিকনফারেন্সিং বলে।

৯.ভিডিও কনফারেন্সিং কী?

টেলিকমিউনিকেশন ব্যবস্থায় কনফারেন্সে অংশগ্রহণকারীরা যখন প্রত্যেকে প্রত্যেকের ছবি দেখতে পান এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন তখন তাকে ভিডিও কনফারেন্সিং বলে।

১০.ভার্চুয়াল রিয়েলিটি কী?

প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগাবে এমন একটি বিজ্ঞান সম্মত প্রক্রিয়াকে ভার্চুয়াল রিয়েলিটি বলে ।