শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এসএসসি’র বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩১

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

স্বাধীন বাংলাদেশ

 

১. কত তারিখে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?

উ: ১৯৭১ সালের ৩রা মার্চ।

২. কে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন?

উ: জুলফিকার আলী ভুট্টো।

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?

উ: রেসকোর্স ময়দানে।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ঐতিহাসিক ভাষণ দেন?

উ: ১৯৭১ সালের ৭ই মার্চ।

৫. পৃথিবীর ইতিহাসে যেসব ঐতিহাসিক ভাষণের নজির আছে তার মধ্যে অন্যতম ভাষণ কোনটি?

উ: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।

৬. কী থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়?

উ: ৭ই মার্চের ভাষণ।

৭. ৭ই মার্চ বঙ্গবন্ধু কীসের ডাক দেন?

উ: স্বাধীনতার।

৮. কে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা তৈরি করে?

উ: টিক্কা খান ও রাও ফরমান আলী।

৯. কত তারিখে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা তৈরি করা হয়?         

উ: ১৭ই মার্চ।

১০. বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা ইতিহাসে কী নামে পরিচিত?

উ: অপারেশন সার্চ লাইট।

১১. পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা, ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয় কবে?

উ: ১৯৭১ সালের ২৫শে মার্চ।

১২. বাংলাদেশের ইতিহাসে ২৫শে মার্চের রাত কী নামে পরিচিত?

উ: কালরাত্রি।

১৩. বাংলাদেশের ইতিহাসে ২৫শে মার্চ ‘কালরাত্রি’ এখন কী হিসেবে স্বীকৃত?

উ: জাতীয় গণহত্যা দিবস।

১৪. কখন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন?

উ: ২৬শে মার্চ প্রথম প্রহরে।

১৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোন সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ?

উ: মুজিবনগর সরকার।

১৬. কার নামানুসারে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননকে ‘মুজিবনগর’ নামকরণ করা হয়?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৭. কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়?

উ: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।

১৮. ১৯৭০-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে কী গঠন করা হয়?

উ: মুজিবনগর সরকার।