বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

 

 

ব্রিটিশ শাসন

 

১। পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লিখ।      

উত্তর : পলাশী যুদ্ধের ফলাফল—

সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে।

যুদ্ধের ফলে মীরজাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামে মাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে।

পলাশী যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসা-বাণিজ্যের অধিকার লাভ করে। ফরাসীরা এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়।

এ যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে।

পলাশী যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এভাবেই এ যুদ্ধের ফলে বাংলার তথা ভারতের স্বাধীনতা ভুলণ্ঠিত হয়।

সুতরাং বলা যায়, পলাশীর যুদ্ধ একটি খণ্ডযুদ্ধ হলেও বাংলা তথা উপমহাদেশের রাজনীতিতে এর গুরুত্ব অপরিসীম।

২। সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল ? 

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। সিপাহিদের দ্বারা এ বিদ্রোহ শুরু হলেও তা দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সিপাহি বিদ্রোহ বাংলায় শুরু হয়েছিল। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এ বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। কোম্পানির সৈনিকদের বিরুদ্ধে বাংলার সৈনিকদের বিদ্রোহের ফলে ভারতের অন্যান্য স্থানে এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে সমগ্র ভারতে কোম্পানির সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

এ বিদ্রোহের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান হয়। ব্রিটেনের তখনকার রানি মহারানি ভিক্টোরিয়া স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন।

৩। সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন ?     

উত্তর : সাহিত্যিকগণ তাদের লেখার মাধ্যমে দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে চেতনা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন।

৪.পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের তিনটি ফলাফল লেখ।           

উত্তর : পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালে।

পলাশীর যুদ্ধ হয়েছিল নবাব সিরাজ-উদ-দৌলাকে শাসন ক্ষমতা থেকে উত্খাতের জন্য।

পলাশী যুদ্ধের ফলাফল—

ক.নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন।

খ.বাংলায় শেষ স্বাধীন সূর্য অস্তমিত হয়।

গ.বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়।

৫.ইংরেজ শক্তির বিরুদ্ধে এক যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন। এ যুদ্ধের নাম কী ছিল? এ যুদ্ধ কখন সংঘটিত হয়?               উত্তর : উত্তর:এ যুদ্ধের নাম ছিল পলাশীর যুদ্ধ।                              পলাশীর এ যুদ্ধ ১৭৫৭ সালের ২৩শে জুন সংঘটিত হয়।

৬. নবাব সিরাজ-উদ-দৌলার পতনের তিনটি কারণ

১.নবাব সিরাজ-উদ-দৌলা সিংহাসনে বসার পর ইংরেজ বণিকদের সাথে বিরোধ।

২.ঘষেটি বেগম, সেনাপতি মীর জাফর এবং বণিক গোষ্ঠীর রায়দুর্লভ ও জগেশঠের নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া।

৩. যুদ্ধে সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা।