শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এইচএসসি পরীক্ষা-২০২০

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫০

জীববিজ্ঞান  

অলোক কুমার মিস্ত্রী, প্রভাষক

সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর

 

 

 

 

 

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি, পরীক্ষা সামনে রেখে সব্বাই পড়াশোনায় নিবিড় মনোনিবেশ

করছো। আজ আমি তোমাদের জীববিজ্ঞান ২য় পত্রের ১ম ও ২য় অধ্যায়ের প্রাণীর বিভিন্নতা, শ্রেণিবিন্যাস ও প্রাণীর পরিচিতি-বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোওর উপস্থাপন করব, যা ২০২০ সালের এইচএসসি সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

সৃজনশীল প্রশ্ন 

 

পদ্মার ইলিশ আর সুন্দরবনের বাঘ ও চিত্রা হরিণ বাংলাদেশের গৌরব। তেমনি লাভজন চিংড়ি ও কাঁকড়া চাষ বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে দিয়েছে। আর এ কারণেই আমাদের পরিবেশগত ভারসাম্য ও অর্থনৈতিক উন্নয়নে ইলিশ, চিংড়ি, কাঁকড়া, বাঘ ও হরিণের গুরুত্ব অপরিসীম।

(ক) ডিমারসাল কী?                                    ১

(খ) টটিপটেন্সি বলতে কী বুঝ?                      ২

(গ) চিত্রা হরিণ, বাঘ, ইলিশ, চিংড়ি ও কাঁকড়া-এদের মধ্যে কী ধরণের ভিন্নতা দেখা যায়?- ব্যাখ্যা কর।                                             ৩

(ঘ) উদ্দীপকে আলোচিত প্রাণীগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে যে দুটি দলে ভাগ করা যায়,

তাদের মধ্যে তুলনামূলক আলোচনা কর।             ৪

সৃজনশীল প্রশ্নোত্তর

(ক) ডিমারসাল : পানির তলদেশবাসী প্রাণী, বিশেষ করে রুই মাছের ডিম পানির তলদেশে ডুবে যায় বলে একে ডিমারসাল বলে।

(খ) উত্তর: সাধারণত ৪৫ দিন পর পর হাইড্রার দেহের সকল কোষ ইটারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে। হাইড্রার কোষের এ বৈশিষ্ট্যকে এক কথায় টটিপটেন্সি বলা হয়। নিডারিয়ানদের ক্ষেত্রে এটি পরিলক্ষিত হয়।

(গ) উত্তর : উদ্দীপকে উল্লেখিত প্রাণী চিত্রা হরিণ, বাঘ, ইলিশ, চিংড়ি ও কাঁকড়া এদের মধ্যে যে ধরণের ভিন্নতা দেখা যায় তা নিচে বিশদভাবে তুলে ধরা হলো-

প্রাণীগুলোর মধ্যে চিত্রা হরিণ (Axis axis), বাঘ (Panthera tigris) স্থলচর ও Chordata পর্বভুক্ত Mammalia শ্রেণির প্রাণী হলেও ইলিশ (Tenualosa ilisha) Chordata পর্বভুক্ত Actinopterygii শ্রেণির প্রাণী। অপরদিকে চিংড়ি ও কাঁকড়া Non-Chordata গ্রুপের Arthropoda পর্বের প্রাণী। এ সকল প্রাণীদের ক্ষেত্রে পর্ব, শ্রেণি ও প্রজাতিগতভাবে পার্থক্য পরিলক্ষিত হয়। ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান পার্থক্যজনিত ভিন্নতা হলো বৈচিত্র্য ও আন্ত:প্রজাতিক ভিন্নতা। এছাড়া এদের মধ্যে আবাস, খাদ্যাভাস ও আচরণগত ভিন্নতা, ভিন্ন জলবায়ু তথা বাস্তুতন্ত্রের (Ecosystem) ওপর নির্ভরশীল, যা বাস্তুতান্ত্রিক ভিন্নতা নামে পরিচিত। এ থেকেই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে আলোচিত প্রাণীকূলের মধ্যে দ’ুধরণের ভিন্নতা বিদ্যমান। একটি আন্ত: প্রজাতিক ভিন্নতা আর অন্যটি হলো চিত্র হরিণ, বাঘ স্থলচর এবং ইলিশ জলচর হওয়ায় এদের মধ্যে বাস্তুতান্ত্রিক (Ecosystemic) ভিন্নতা।

(ঘ) উত্তর : উদ্দীপকের বর্ণনা অনুসারে প্রাণীগুলো যথাক্রমে Chordata Non-Chordata দুটি দলভুক্ত।

নিম্নে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো-

চিত্রা হরিণ, বাঘ ও ইলিশ        চিংড়ি ও কাঁকড়া   

১. মেরুদণ্ড পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত

২. স্নায়ুরজ্জু ফাঁপা এবং দেহের পৃষ্ঠদেশে অবস্থিত

৩. ফুলকা ছিদ্র ভ্রুণীয় বা পূর্ণাঙ্গ দশায় উপস্থিত থাকে

৪. দ্বি-পার্শ্বীয় প্রতিসম   ১. মেরুদণ্ড অনুপস্থিত

২. স্নায়ুরজ্জু নিরেট এবং দেশের অঙ্কীয়দেশে অবস্থিত           

৩. ফুলকা ছিদ্র অনুপস্থিত               

৪. অপ্রতিসম, অরীয় বা দ্বি-পার্শ্বীয় প্রতিসম