শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যথাযথ চিত্র ও তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রশ্নোত্তর উপস্থাপনই জীববিজ্ঞানে অধিক নম্বর প্রাপ্তিতে সহায়ক

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:২৫

অলোক কুমার মিস্ত্রী

বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান বিভাগ 

সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর

এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, সারাবিশ্বে দূর্যোগ মুহূর্ত এখন। তাই তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। শীঘ্রই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশসহ বিশ্ব। তোমাদের আবার নতুন রুটিন  হবে। এসময়টায় তোমাদের এমনিতেই নিজের মতো করে পড়াশোনা করার কথা। বাড়তি সময় যেহেতু পেয়েছো তাই নষ্ট করবে না হেলায় এ সুযোগ। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সবসময়। অধিক রাত জেগে পড়াশোনা করবে না। দেশখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তোমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন ধারাবাহিকভাবে। তোমরা ঘরে বসেই পাবে সে পরামর্শ। চোখ রাখো অনুশীলন পাতায়।

 

 

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। কয়েকদিন পরেই তোমাদের বহু কাঙ্খিত এইচএসসি পরীক্ষা-২০২০ শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সামনে রেখে নিশ্চয়ই তোমরা, পড়াশুনায় মনোনিবেশ করছো। পরীক্ষার পূর্বমুহূর্তে তাই জীববিজ্ঞান ১ম ও ২য় পত্রে কীভাবে অধিক নম্বর পাওয়া যায় সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেবার দায়ভার থেকে বলছি, জীববিজ্ঞান বিষয়ে অধিক নম্বর পাওয়া জটিল কিছু নয়। আর এজন্য দরকার পাঠ্যবইয়ের অতীব গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নগুলো অনুধাবন করে পাঠ নিয়ে, বেশি বেশি খাতায় না দেখে লেখার অভ্যাস গড়ে তোলা। প্রিয় পরীক্ষার্থীরা, খেয়াল রাখতে হবে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানে উত্তর সংশ্লিষ্ট চিত্রটি যথাযথ উপস্থাপন ও চিহ্নিত করা অধিক নম্বর প্রাপ্তিতে সহায়ক। বৈজ্ঞানিক নামের নিচে দাগটানা কিংবা উদ্দীপক বুঝে সঠিক উত্তর উপস্থাপন করা-এ বিষয়গুলো সতর্কতার সহিত বিবেচনায় রাখতে হবে। জীববিজ্ঞানের একজন বোর্ড পরীক্ষকের কাছ থেকে ভালো নম্বর পেতে হলে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের সঠিক তথ্যসমৃদ্ধ উত্তর এবং প্রয়োগ প্রশ্নের সাথে সংশ্লিষ্ট চিত্র এবং  উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের তথ্য ও উপাত্তসমৃদ্ধ বিশ্লেষণধর্মী লেখা চাই। তাই প্রশ্নের সাথে সঙ্গতি নেই, এ রকম বিষয় পরীক্ষার উত্তরপত্রে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। চিত্র সংবলিত প্রশ্নের ক্ষেত্রে চিত্র অংকন ও চিহ্নিতকরণে যত্নশীল হতে হবে। সেই সাথে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে, কঠোর অধ্যবসায়ই সঠিক লক্ষ্যে পৌঁছানোর মূলমন্ত্র। ২০২০ সালে সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো-জীববিজ্ঞান ১ম পত্রে-অধ্যায়-০১ কোষ ও এর গঠন, অধ্যায়-০২ কোষ বিভাজন, অধ্যায়-০৩ কোষ রসায়ন, অধ্যায়-০৪ অনুজীব, অধ্যায়-০৫ শৈবাল ও ছত্রাক, অধ্যায়-৬ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, অধ্যায় -০৭ নগ্নবীজী ও আবৃতবীজী , অধ্যায়-০৯ উদ্ভিদ শারীরতত্ত্ব , অধ্যায়-১১ জীবপ্রযুক্তি, অধ্যায়-১২ জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ এবং জীববিজ্ঞান ২য় পত্রে-অধ্যায়-০১ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, অধ্যায়-০২ প্রাণীর পরিচিতি (ঘাসফড়িং ও রুই মাছ টপিক), অধ্যায়-০৪ মানব শারীরতত্ত্ব : রক্ত ও সংবহন, অধ্যায়-০৫ মানব শারীরতত্ত্ব : শ্বসন ও শ্বাসক্রিয়া, অধ্যায়-০৬ মানব শারীরতত্ত্ব : বর্জ্য ও নিষ্কাশন, অধ্যায়-০৭ মানব শারীরতত্ত্ব : চলন ও অঙ্গ চালনা, অধ্যায়-০৮ মানব শারীরতত্ত্ব : সমন্বয় ও নিয়ন্ত্রণ, অধ্যায়-১০ মানব দেহের প্রতিরক্ষা, অধ্যায়- ১১ জীনতত্ত্ব ও বিবর্তন, অধ্যায়-১২ প্রাণীর আচরণ।  আশা করি, পরীক্ষার্থীরা গুরুত্ব বুঝে এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে পাঠ নিলে অন্তত: জীববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন থেকে ৫টি এবং জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন থেকে ৫টি সৃজনশীল প্রশ্নের উত্তর অতি সহজে দিতে পারবে। আর বহুনির্বাচনি প্রশ্নের জন্য NCTB অনুমোদিত সকল পাঠ্যবইয়ের বহুনির্বাচনি প্রশ্ন ও বিভিন্ন কলেজের নির্বাচনি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন পাঠ গ্রহণ করলে জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন ১ম ও ২য় পত্রে সর্বাধিক সঠিক উত্তর দেওয়া যায়। মনে রাখবে, স্রষ্টা পরিশ্রমী ব্যক্তিকে পছন্দ করেন। মনোযোগ সহকারে অধ্যবসায় করো এবং সঠিকভাবে তথ্য উপাত্তসমৃদ্ধ প্রশ্নোত্তরপত্র উপস্থাপন করো, দেখা হবে বিজয়ের।