শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

এইচএসসির প্রয়োজনীয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:০৪

মো. কবির হোসেন (সুজন), সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয় এইচএ সি পরীক্ষার্থীবৃন্দ, শুভাসিস নিও। পরীক্ষা সন্নিকটে। তাই পড়ালেখা নিয়ে নিশ্চয় ব্যস্ত রয়েছো। স্বাভাবিকভাবে দুটি ভাগে সৃজনশীল প্রশ্নপত্র হয়ে থাকে। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্ধতিতেই সৃজনশীলের চারটি স্তর অনুসরণ করা হয়। তাই সর্ব স্তরেই জ্ঞানমূলক প্রশ্ন জড়িত।

 

অধ্যায়: ষষ্ঠ: জ্ঞানমূলক প্রশ্ন

সমবায় সমিতির মূনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়?

সমবায় সমিতির উপবিধি কী?

বিপনন সমবায় সমিতি কী?

সম-ভোটাধিকার সমবায়ের কোন নীতির সমার্থক?

সমবায় সমিতি কী?

সমবায়ের কমিটিতে কত জন সদস্য থাকে?

ভোক্তা সমবায় সমিতি কী?

সমবায় ব্যাংক কী?

প্রাথমিক সমবায় সমিতি কী?

জাতীয় সমবায় সমিতি কী?

উত্পাদক সমবায় সমিতি কী?

বিক্রেতা সমবায় সমিতি কী?

অনুধাবনমূলক প্রশ্ন:

১. সমবায় সমিতি কিভাবে গঠন করা হয়?

সমবায় সমিতির একতাই বলের নীতি বলতে কি বুঝায়?

কি কি উদ্দেশে সমবায় সমিতি গঠিত হয়?

কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কি বুঝায়?

বহুমুখী সমবায় সমিতি বলতে কি বুঝায়?

সমবায় সমিতির মূনাফা কিভাবে বণ্টিত হয়?

জাতীয় সমবায় সমিতি বলতে কি বুঝায়?

কোন দলিলকে সমবায়ের গঠনতন্ত্র বলা হয়?

অধ্যায়: সপ্তম  জ্ঞানমূলক প্রশ্ন:

১. রাষ্ট্রীয় ব্যবসায় কী?

২. কোন ব্যবসায়ের মূল উদ্দেশ্য জনকল্যাণ?

৩. বিসিআইসি কী?

৪. ওয়াসা কী?

৫. ঢাকা শহরে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম কী?

৬.ওয়াসার মূল কাজ কয়টি?

৭.ডাক বিভাগ কয় ধরনের সেবা প্রদান করে থাকে?

৮.বিসিআইসি কী?

৯.বিটিসিএল কী?

১০.বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থা কিভাবে সৃষ্টি হয়?

১১. BIWTC কী?

১২. BOOT কী?

অনুধাবনমূলক প্রশ্ন:

প্রতিনিধি সেবা বলতে কি বুঝায়?

বাংলাদেশ ডাক বিভাগের মিশন বলতে কি বুঝায়?

বিসিআইসির তিনটি সেক্টর কর্পোরেশন কি কি?

বিআরটিসির উদ্দেশ্যাবলী সমূহ কি কি?

রাষ্ট্রীয় ব্যবসায়ের  যোক্তিকতা বলতে কি বুঝায়?

রাষ্ট্র কেন ব্যবসা করে থাকে?

পিপিআর ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন?

বাংলাদেশ রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।

অধ্যায়: অষ্টম: জ্ঞানমূলক প্রশ্ন:

বৈধ ব্যবসায় কী?

পরিবেশ আইন কী?

দেওয়ানি প্রতিকার কী

গুদামজাতকরণ কী?

শব্দ দুষণ কী?

পরিবেশ আইন কী?

বায়ু দুষণ কী?

ISO কয়টি ক্যাটাগরিতে সনদ প্রদান করে থাকে

BSTI কী?

প্যাটেন্ট কী?

ট্রেডমার্ক কী?

বীমা কি বাধা দূর করে?

পরিবেশ আইন কী?

শব্দ দূষণ কী?

বায়ু দুষণ কী?

বীমা কোন প্রতিবন্ধকতা হ্রাস করে?