বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নবম ও দশম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের পড়াশোনা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২০:০৯

এইচ.এম. ফেরদাউস হাসান প্রভাষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা

 

বাংলা প্রথমপত্র

বাংলা প্রথমপত্রের ‘আমার পরিচয়’ কবিতার গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তর

আমার পরিচয়

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:

বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাকা। তিনি বাঙালি শিল্পের নব জন্মদাতা। তাই তাকে শিল্পগুরু বলা হয়। তিনি বিশ্বভারতীর আচার্য নিযুক্ত হয়েছিলেন। বাঙালি চিত্রকলায় তাঁর অবদান অসীম।

৩২। উদ্দীপকে অবনীন্দ্রনাথ ঠাকুরের মাঝে ‘আমার পরিচয়’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?

(ক) চিত্রকলায় বাঙালি পিছিয়ে নেই

(খ) একদা এদেশের সমৃদ্ধ চিত্রকলা ছিল

(গ) পালযুগের চিত্রকলাকে অবহেলা করা হয়েছে

(ঘ) বাঙালি চিত্রকলা বোদ্ধা নয়

৩৩। উল্লেখিত দিকটি প্রকাশক বাক্য হলো-

i. পালযুগের চিত্রকলা বাঙালির ঐতিহ্য বহন করে।

ii. বাঙালির সমৃদ্ধশালী চিত্রকলার ইতিহাস রয়েছে।

iii. বৌদ্ধবিহার, সোনা মসজিদ ও মন্দিরের দেওয়ালে তৈরিকৃত চিত্রগুলো।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii            (খ) iiii

(গ) ii iii           (ঘ) i, ii iii

৩৪। বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?

(ক) পাহাড়পুরে            (খ) বরেন্দ্রভূমে

(গ) সোনা মসজিদে      (ঘ) জোড়া বাংলায়

৩৫। ‘আমার পরিচয়’ কবিতায় ‘কৈবর্তের বিদ্রোহী গ্রাম’ কথাটি কী অর্থে ব্যবহূত হয়েছে?

(ক) বাঙালির সংগ্রামী চেতনা অর্থে

(খ) বাঙালির নিরীহ স্বভাব বোঝাতে

(গ) বাঙালির ঐতিহ্য প্রকাশ করতে

(ঘ) বাঙালির বারো ভূঁইয়া বলে

৩৬। ‘কমলার দীঘি’ কী?

(ক) বিদ্রোহের প্রতীক    (খ) লোককাহিনী

(গ) চিত্রকলা             (ঘ) পলিমাটি

৩৭। মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলন করেন কে?

(ক) সূর্য সেন         

(খ) তিতুমীর

(গ) হাজী শরীয়তউল্লাহ        

(ঘ) শেখ মুজিবুর

৩৮। বাঙালি চিত্রশিল্পী কারা?

(ক) ক্ষুদিরাম, সূর্যসেন

(খ) জয়নুল, অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) তিতুমীর, হাজী শরিয়ত উল্লাহ

(ঘ) বাউল, বঙ্গবন্ধু

৩৯। ‘আমার পরিচয়’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

(ক) কিশোর কবিতা সমগ্র      

(খ) সীমান্তের সিংহাসন

(গ) অগ্নি ও জলের কবিতা     

(ঘ) একদা এক রাজ্যে

৪০। বাঙালির রাষ্ট্রভাষা স্বীকৃতির স্থান কোথায়?

(ক) রাজপথে          (খ) সংসদে

(গ) বরেন্দ্রভূমে        (ঘ) পাহাড়পুরে

 

উত্তর:৩২-ক, ৩৩-ঘ, ৩৪-ক, ৩৫-ক, ৩৬-খ, ৩৭-গ, ৩৮-খ, ৩৯-ক, ৪০-ক