শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২০:২৭

জীবনের জন্য পানি

 

১. ঠাণ্ডা পানি গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম ?     

উত্তর : ঠাণ্ডা পানি গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম। কারণ এরা উভয়ই জলীয় বাষ্প থেকে তৈরি হয়।

বায়ু যখন ঠাণ্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। গ্লাসের ঠাণ্ডা পানির সংস্পর্শে বায়ুর জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানি কণায় পরিণত হয় এবং গ্লাসের গায়ে লেগে থাকে। অন্যদিকে রাতে ঘাস, গাছের পাতা ইত্যাদির উপর বিন্দু বিন্দু পানি জমার ফলে যে শিশির দেখা যায় সেটিও একইভাবে বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে তৈরি হয়। এ কারণেই ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম।

২. আমাদের দেহের জন্য পানি অধিক প্রয়োজনীয় কেন তা পাঁচটি বাক্যে ব্যাখ্যা করো।  

উত্তর : আমাদের দেহের জন্য পানি অধিক প্রয়োজনীয়।

নিচে এরূপ পাঁচটি প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো—

ক.আমাদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন।

খ.পানি মানবদেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে।

গ.পানি আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে।

ঘ. দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে পানি সাহায্য করে।

ঙ.পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।

৩.সিমা প্রতিদিন সকালে তার লেবু গাছে পানি দেয়। গাছটিতে কত ভাগ পানি রয়েছে? এই পানি গাছটিতে কোন কোন কাজে ব্যবহূত হয় তা চারটি বাক্যে লেখ।     

উত্তর : সিমার গাছটির দেহে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে। এই পানি গাছটি যেসব কাজে ব্যবহার করে তা হলো—

ক.গাছটি খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে।

খ.পানি ছাড়া গাছটি মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না।

গ.মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহন করে।

ঘ. প্রচণ্ড গরমে পানি গাছটির দেহ শীতল করতে সাহায্য করে।

৪.শফিকের ডায়রিয়া হওয়াতে শরীরে পানি স্বল্পতা দেখা দিয়েছে। এই পানি মানুষের দেহে কত ভাগ রয়েছে? মানবদেহে এই পানির ভূমিকা চারটি বাক্যে লেখ।    

উত্তর : মানবদেহের ৬০-৭০ ভাগ পানি রয়েছে। মানবদেহে পানির ভূমিকা নিচে চারটি বাক্যে লেখা হলো—

ক.দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে।

খ.পানি মানব দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে।

গ.পানি খাদ্য পরিপাকে সাহায্য করে।

ঘ.দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৫.পানি চক্র কাকে বলে? পানি চক্রের উপায় সম্পর্কে দুইটি বাক্য লিখ।           

উত্তর : ভূপৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হিসেবে পানির আবার ভূপৃষ্ঠের ফিরে আসাকে পানি চক্র বলে।

পানি চক্রের উপায় বা সংঘটন প্রক্রিয়া—

১.সূর্যতাপ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে।

২.জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয়।