বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২০:৩১

১। বাংলা সাহিত্যের আদি কবি কে?

(ক) মীননাথ                    (খ) বাল্মিকী       

(গ) ঈশ্বরচন্দ্র                   (ঘ) কাহ্নপা

২। চর্যাপদ কে আবিষ্কার করেন?

(ক) হরপ্রসাদ মৈত্র                                    (খ) হরপ্রসাদ শাস্ত্রী

(গ) সুনীতি কুমার                                     (ঘ) মুহম্মদ শাহীদুল্লাহ

৩। রোমান্টিক প্রণয় উপাখ্যান কোন যুগের সাহিত্যধারা,

(ক) প্রাচীন                                              (খ) মধ্যযুগ

(গ) আধুনিকযুগ                                        (ঘ) কোনটিই নয়

৪। বাংলা গদ্য কোথা থেকে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করে।

(ক) ইষ্ট ইন্ডিয়া কোম্পানী (খ) কলিকাতা বিশ্ববিদ্যালয়

(গ) বিশ্বভারতী             (ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ

৫। মনুএল দ্যা আসসুম্পসাউ কোন দেশের নাগরিক ছিলেন-

(ক) ইংল্যান্ড (খ) ফ্রান্স (গ) জার্মানি (ঘ) পর্তুগীজ

৬। প্রাচীন ভারতে কে ব্যাকরণ লিখে বিখ্যাত হল।

(ক) ক্যাতায়ন                                          (খ) পতঞ্জলি       

(গ) কেরি সাহেব              (ঘ) পাণিনি

৭। আদিতে ব্যাকরণ কারা লেখেন?

(ক) ঋষিগণ                                            (খ) রাজাগণ    

(গ) দেবতাগণ                             (ঘ) কোনটিই নয়

৮। বাংলা লেখ্য ভাষার রীতি কটি?

(ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি

৯। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?

(ক) মৌখিক ভাষা                                     (খ) সাধুভাষা

(গ) উপভাষা বা আঞ্চলিক কথ্য ভাষা            

(ঘ) ব্যবহারিক ভাষা

১০। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?

(ক) আড়াই হাজারের ওপর

(খ) তিন হাজারের ওপর

(গ) সাড়ে তিন হাজারের ওপর (ঘ) চার হাজারের ওপর

১১।     বাংলা কত কোটি লোকের মুখের ভাষা?

(ক) পঁচিশ কোটি              (খ) সতেরো কোটি

(গ) চব্বিশ কোটি              (ঘ) বাইশ কোটি

১২। বাংলা ভাষার ভিত্তি হলো-

(ক) মগ, চাকমা       (খ) তদ্ভব শব্দ

(গ) কোল, মুন্ডা        (ঘ) কোনোটিই শুদ্ধ নয়

১৩।     বাংলাভাষার মূল উত্স কী?

(ক) কানাড়ি ভাষা               (খ) বৈদিক ভাষা 

(গ) হিন্দি ভাষা                  (ঘ) অনার্য ভাষা

১৪। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

(ক) প্রাচীন যুগের          (খ) মধ্যযুগের

(গ) বর্তমান যুগের        (ঘ) আধুনিক যুগের

১৫। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

(ক) মধুমালতী           (খ) সেকান্দারনামা

(গ) শ্রীকৃষ্ণকীর্তন        (ঘ) বৈষ্ণব পদাবলী

১৬।  কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?

(ক) পালি (খ) হিন্দি (গ) উড়িয়া  (ঘ) বঙ্গকামরূপী

১৭।     ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান-

(ক) ষষ্ঠ (খ) চতুথর্ (গ) অষ্টম  (ঘ) নবম

১৮। পৃথিবীর আদি ভাষার নাম কী?

(ক) ইন্দো-এশিয়ান    (খ) ইন্দো-ইউরোপিয়ান

(গ) ইন্দো-আফ্রিকান  (ঘ) ইন্দো-মালয়েশিয়ান

১৯। কীসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?

(ক) দেশ, কাল ও পরিবেশভেদে

(খ) পরিবেশ ও দেশভেদে

(গ) কাল ও পরিবেশভেদে (ঘ) দেশ ও কালভেদে

২০। প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?

(ক) সংস্কৃত ভাষায়     (খ) সাধু ভাষায়

(গ) আঞ্চলিক ভাষায়  (ঘ) চলিত ভাষায়

২১। ভাষার মৌলিক রীতি কোনটি?

(ক) কথা বলার রীতি   (খ) বলা ও লেখার রীতি

(গ) লেখার রীতি        (ঘ) বক্তৃতার রীতি

২২। বাংলা লেখ্য সাধু রীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?

(ক) মধ্যযুগের শুরুতে          (খ) মধ্যযুগের মাঝামাঝি

(গ) ইংরেজদের আগমনের পরে (ঘ) ইংরেজদের আগমনের পূর্বে

২৩। বাল্মিকী কে?

(ক) দার্শনিক                   (খ) আদি কবি     

(গ) আদি সাধক               (ঘ) বিজ্ঞানী

২৪। কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে চলিত গদ্য প্রবর্তন করা হয়।

(ক) পশ্চিমবঙ্গ                 (খ) কলিকাতা     

(গ) বাংলাদেশ                 (ঘ) ঢাকা

২৫। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

(ক) উইলিয়াম কেরী       (খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় (ঘ) মি. এন. বি. হ্যালহেড

২৬। বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?

(ক) রামরাম বসু                 (খ) রামনারায়ণ তর্করত্ন

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর                           

(ঘ) রাজা রামমোহন রায়

১.ক, ২.খ, ৩.খ, ৪.ঘ, ৫.ঘ, ৬.ঘ. ৭.ক, ৮.খ, ৯.গ, ১০.গ, ১১.গ, ১২.ঘ, ১৩.খ, ১৪.ঘ, ১৫.গ, ১৬.ঘ, ১৭.খ, ১৮. খ, ১৯.ক, ২০.খ, ২১.খ, ২২.গ, ২৩.খ, ২৪.খ, ২৫.ঘ, ২৬.ঘ                 মতামত: ০১৭১৪৭০৫৭২৭