শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:০৪

মোস্তফা বাবু

প্রভাষক: বাংলা, নটর ডেম কলেজ, ঢাকা।

 

২৭। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

(ক) গৌড়ীয় ব্যাকরণ           (খ) মাগধীয় ব্যাকরণ

(গ) মাতৃভাষার ব্যাকরণ       (ঘ) ভাষা ও ব্যাকরণ

২৮।  কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?

(ক) ব্যাকরণ মঞ্জরী    (খ) আধুনকি বাংলা ব্যাকরণ

(গ) A Grammar of the Bengal Language

(ঘ) সরল ভাষাপ্রকাশ বাংলা ব্যাকরণ

২৯। ব্যাকরণের মূল ভিত্তি কী?

(ক) ধ্বনি  (খ) ভাষা   (গ) শব্দ  (ঘ) বাক্য

৩০।    বাংলা চলিত গদ্যের প্রবর্তক কে?

(ক) রাজা রামমোহন রায়   (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) প্রমথ চৌধুরী              (ঘ) প্রমথ নাথ বিষী

৩১। আমাদের পাঠ্য কোন শ্রেণির ব্যাকরণ—

(ক) ঐতিহাসিক    (খ) দার্শনিক বিচারমূলক

(গ) বর্ণনামূলক    (ঘ) তুলনামূলক

৩২।কাহ্নপা-কে?

(ক) চর্যাপদের কবি           (খ) মধ্যযুগের কবি

(গ) রাজা                        (ঘ) দার্শনিক

৩৩।    ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী?

(ক) ব্যাকরণ পাঠের ফলে ভাষার কাল নির্ণয় করা যায়

(খ) ব্যাকরণ মানুষকে রুচিশীল করে

(গ) ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা যায়

(ঘ) চরিত্রবান হওয়া যায়

৩৪। চর্যাপদ কোথায় পাওয়া গেছে?

(ক) নেপালের রাজদরবারে

(খ) পুণ্ড্রনগরে

(গ) নেপালের বৌদ্ধমন্দিরে                        

(ঘ) নেপালের ধর্মগুরুর কাছে

৩৫। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?

(ক) ধ্বনিতত্ত্ব               (খ) প্রবন্ধ রচনা       

(গ) ভাব-সমপ্রসারণ      (ঘ) বিরচন

৩৬।     ব্যাকরণের আনুসাঙ্গিক আলোচ্য বিষয় কোনটি?

(ক) অর্থতত্ত্ব                    (খ) উচ্চারণ

(গ) ছন্দ ও অলংকার তত্ত্ব   (ঘ) বাগার্থতত্ত্ব

৩৭। রাজা গদ্যের জনক হিসেবে খ্যাত কে?

(ক) রামমোহন রায়          (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) মি. এন. বি হ্যালহেড  (ঘ) উইলিয়াম কেরি

৩৮। পদ্মাবতী মহাকাব্যের কবি কে?

(ক) দৌলত উজির বাহরাম খাঁ

(খ) আলাওল

(গ) বড়ু চন্ডীদাস          

(ঘ) গোবিন্দদাস

৩৯। শ্রীকৃষ্ণকীর্তন-কাব্যের কবি কে?

(ক) বড়ু চন্ডীদাস          (খ) গোবিন্দ্রদাস

(গ) জ্ঞানদাস               (ঘ) বিদ্যাপতি

৪০। মঙ্গলকাব্য-কোন যুগের সাহিত্যধারা?

(ক) প্রাচীনযুগ              (খ) মধ্যযুগ

(গ) আধুনিক যুগ           (ঘ) উত্তর আধুনিক যুগ

২৭.ক, ২৮.গ, ২৯.খ, ৩০.গ, ৩১.গ, ৩২.ক,

৩৩.গ, ৩৪.ক, ৩৫ক, ৩৬.গ, ৩৭.খ, ৩৮.খ, ৩৯.ক, ৪০.খ।         মতামত”০১৭১৪৭০৫৭২৭