শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইমদাদ হকের খ্যাতি কীভাবে ছড়িয়ে পড়ে?

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:১০

 

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

ফুটবল খেলোয়াড়

 

জসীম উদ্দীন (১৯০৩ — ১৯৭৬)

প্রশ্ন-১। ইমদাদ হকের খ্যাতি কীভাবে ছড়িয়ে পড়ে?

উত্তর: ইমদাদ হক জাত ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলায় সে জেতার জন্যই খেলে এবং জয় ছিনিয়ে আনে। তার খ্যাতি দৈনিক পত্রিকায় ছড়িয়ে পড়ে।

প্রশ্ন-২। ফুটবল খেলোয়াড় ইমদাদের অবস্থা বর্ণনা করো।

উত্তর: ইমদাদ একজন একনিষ্ঠ খেলোয়াড়। হাতে পায়ে মুখে তার শত আঘাতের চিহ্ন। মেসের চাকর তার ভাঙা হাড়ে সেক দিতে দিতে লবেজান হয়ে যায়। অন্যরা ধরে নিয়েছিল ইমদাদ মনে হয় ছয় মাসের জন্য পঙ্গু হয়ে গিয়েছে।

প্রশ্ন-৩। ইমদাদ হক কীভাবে জয় ছিনিয়ে আনে? ব্যাখ্যা করো।

উত্তর: ইমদাদ হক একজন জাত ফুটবল খেলোয়াড়। খেলা এবং খেলায় জেতার জন্যই সে ফুটবল খেলে। শারীরিক অবস্থা যাই হোক না কেন খেলায় জেতাটাই তার লক্ষ্য। সে খেলতে গিয়ে অনেক কষ্ট পায়। তবুও সে জীবন মরণ পণে জেতার জন্য খেলে। খুব দ্রুত মাঠের মধ্যে বল নিয়ে দৌঁড় দেয়। গোল করেই সে খেলায় জয় ছিনিয়ে আনে।

প্রশ্ন-৪। ইমদাদ হক ছটফট করে কেন?

উত্তর: ইমদাদ হক ফুটবল খেলতে গিয়ে পায়ে হাতে আঘাত পায়। তার ভাঙা হাড়ে যখন মেসের চাকর সেঁক দেয়, তখন ব্যথায় সারারাত ছটফট করে সে।