শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

আপডেট : ১৫ মে ২০১৯, ১৯:৫০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

 

১.কোন আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসে?

উ: মোঘল আমলে।

২. পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী কেন ভারতীয় উপমহাদেশে আসে?

উ: ব্যবসা করতে।

৩. ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা টিকে থাকে?

উ: ইংরেজরা।

৪. ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য কোন কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?

 উ: ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।

৫. কত সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?

উ: ১৬০০ সালে।

৬. বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল?

উ: বাংলার সম্পদের জন্য।

৭. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উ: সিরাজ-উদ-দৌলা।

৮. সিরাজ-উদ-দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?

উ: মাত্র ২২ বছর বয়সে।

৯. কত সালে সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন?

উ. ১৭৫৬ সালে।

১০. নবাব সিরাজ-উদ-দৌলা কাদের ষড়যন্ত্রের শিকার হন?

উ:  ব্যবসায়ী রায়দুর্লভ, জগেশঠ, খালা ঘষেটি বেগম এবং পরিবারের কিছু সদস্যের।

১১. নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?

উ: সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য।

১২. পলাশীর যুদ্ধ কত সালে সংঘঠিত হয়? উ: ১৭৫৭ সালে।

১৩ পলাশির যুদ্ধের পর কী হয়েছিল?

উ: নবাব সিরাজ-উদ-দৌলাকে হত্যা করা হয়েছিল।

১৪. ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে?

উ: ইংরেজরা।