বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্মরণীয় পঙক্তি

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৩৯

তুমি যদি যাও, দেখিবে সেখানে মটর লতার সনে

সীম আর সীম! হাত বাড়ালেই মুঠি ভরে সেইক্ষণে।

   

    দাওয়াত- জসীম উদ্দীন

সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,

রেখেছ বাঙালি করে-মানুষ কর নি।

 

    বঙ্গমাতা- রবীন্দ্রনাথ ঠাকুর

বায়েজীদ বোস্তামী

শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাযামী।

দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন, ‘বাছাধন,

বড়ই পিয়াস, পানি দাও’ বলি মুদিলেন দুনয়ন।

    মাতৃভক্তি- কালিদাস রায়