শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:৩৭

এক বা একাধিক ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে Word বা শব্দ বলে

ইংরেজি

Word

 

Group A এবং Group B —এর Word গুলো পড়ো:

Group A : cat, elephant, play, go.

Group B : atc, phatelen, yalp, og.

Group A তে Letter বা বর্ণসমূহ পাশাপাশি বসে কয়েকটি অর্থ পূর্ণ বিষয় প্রকাশ করেছে। তাই এগুলো Word বা শব্দ। কিন্তু Group B তে Letter গুলো পাশাপাশি বসলেও কোনো অর্থ প্রকাশ করতে পারেনি। তাই এগুলোকে Word বা শব্দ বলা যাবে না।

তার মানে, Word এর সংজ্ঞা হলো— এক বা একাধিক ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে Word বা শব্দ বলে।

যেমন— cat (বিড়াল), rat (ইঁদুর),

umbrella (ছাতা), eat (খাওয়া) ইত্যাদি।

      Syllable :

আবির ও আনিকা দুভাই-বোন। আবির Class Eight এ পড়ে। আর আনিকা পড়ে Class Two তে। আবির মাঝে মাঝে আনিকাকে তার লেখাপড়ায় সহযোগিতা করে। একদিন সন্ধ্যায় আনিকা আবিরের কাছে পড়া শিখছিল। অনিকা intelligent word টি উচ্চারণ করতে পারছিল না। তখন আবির তার সাথে আনিকাকে উচ্চারণ করতে বলল। আবিরের সাথে আনিকা পড়ল ইন-টে-লি-জেন্ট। সে সহজেই Word টি শিখে নিল। আবির আনিকাকে বলল যে এভাবে ভেঙে ভেঙে পড়লে উচ্চারণ ও বানান শিখতে সুবিধা হয়। সে আরো বলল ভেঙে ভেঙে পড়ার সময় প্রতিটি অংশকে একেকটি Syllable (শব্দাংশ) বলে। তার মানে, Syllable এর সংজ্ঞা হলো— Word এর ক্ষুদ্র অংশ যা একবারে উচ্চারণ করা যায় তাকে Syllable বলে। লক্ষ্য করো : I eat rice. (আমি ভাত খাই) —‘কে’ ভাত খায়? উত্তর হলো— I। We eat rice. (আমরা ভাত খাই) —‘কারা’ ভাত খায়?  উত্তর হলো— We তার মানে, Subject এর সংজ্ঞা হলো— কে, কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলে Subject। যেমন— I, We ইত্যাদি। Subject বসে Sentence —এর শুরুতে। Subjec: বাদে Sentence —এর বাকি অংশকে বলে Predicate।

এবার নিজে নিজেই Subject ও Predicate নির্ণয় করো— ১. Sakib plays cricket. (সাকিব ক্রিকেট খেলে।)

২. I go to school. (আমি স্কুলে যাই।)

৩. We live in Dhaka. (আমরা ঢাকায় বাস করি।)

Ans. ১. Sakib হলো Subject এবং plays cricket হলো Predicate।

২. I হলো Subject এবং go to school হলো Predicate।

৩. We হলো Subject এবং live in Dhaka হলো Predicate।

 ¤ লক্ষ্য করো:

Samin is a good student. এই Sentence —এর Part : (অংশ) গুলো হলো—

প্রথম   Part- Samin   

চতুর্থ   Part- good

দ্বিতীয়   Part- is

পঞ্চম   Part- Student

তৃতীয়   Part- a   

Sentence এর এই Part -গুলোকেই বলা হয় Parts of Speech।