শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বালিয়াটির জমিদার বাড়ি কোথায় অবস্থিত?

আপডেট : ২৫ জুন ২০১৯, ১৯:৩৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২১। বালিয়াটির জমিদারবাড়ি  কোথায় অবস্থিত ?

ক. মানিকগঞ্জের সাটুরিয়ায়       খ. রংপুরের তাজহাটে

গ. ময়মনসিংহের মুক্তাগাছায়      ঘ. রংপুরের নাটোরে

২২। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত ?

ক. ময়মনসিংহে  খ. রংপুরে

গ. মানিকগঞ্জে  ঘ. সোনারগাঁওয়ে

২৩। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত ?

ক. গণভবন    খ. বঙ্গভবন

গ. উত্তরা গণভবন      ঘ. উত্তর বঙ্গের সংসদ ভবন

২৪। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি ঢাকার কোথায় অবস্থিত ?

ক.সেগুনবাগিচায় খ. মিরপুরে

গ. মতিঝিলে    ঘ. শাহবাগে

নিচের অনুচ্ছেদটি পড়ো  এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 অর্ধ-বার্ষিক  পরীক্ষা শেষ হলে  শিক্ষক জনাব মো. নাসির উদ্দিন শিক্ষা সফরে তার শিক্ষার্থীদের নিয়ে একটি স্থানে পরিদর্শনে যান। সেখানে  তারা নবাবদের ব্যবহূত পোশাক , খাট- পালঙ্ক , চেয়ার, সোফা , অলঙ্কার ইত্যাদি দেখতে পান।

২৫। জনাব মো. নাসির উদ্দিন তার শিক্ষার্থীদের নিয়ে কোন স্থানটি পরিদর্শন করতে যান ?

ক. আহসান মঞ্জিল      খ. জাতীয় জাদুঘর 

গ. ময়মনসিংহ জাদুঘর    ঘ. মুক্তাগাছা জমিদারবাড়ি

২৬। ঐতিহাসিক প্রমাণ হিসেবে প্রত্নস্থলে পাওয়া অনেক প্রত্নবস্তু সংরক্ষণ ও প্রদর্শনের জন্য আছে -

i.সংগ্রহশালায় ii.জাতীয় জাদুঘরে

iii.আঞ্চলিক জাদুঘরে

নিচের কোনটি সঠিক?

ক. i        খ. i, ii ও iii     গ.  ii       ঘ. iii

উত্তর : ২১। ক  ২২। খ  ২৩। গ  ২৪। ঘ  ২৫। ক ২৬। খ

২৭। ঔপনিবেশিক যুগে কোন শহরে বেশ কয়েকটি  ধর্মীয় ইমারত তৈরি করা হয়েছিল ?

ক. রাজশাহী শহরে      খ. চট্টগ্রাম শহরে

গ. ঢাকা শহরে ঘ. সিলেট শহরে

২৮। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী ?

ক. রমনা পার্ক      খ. ভিক্টোরিয়া পার্ক

গ. শিশু পার্ক                          ঘ.  ব্রিটিশ পার্ক

২৯। ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?

ক.নওয়াব আব্দুল গণি খ. নওয়াব আব্দুল লতিফ

গ. নবাব সলিমুল্লাহ ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৩০। ভিক্টোরিয়া পার্কের এ জায়গাটির পূর্ব নাম কী ছিল ?

ক. আন্টাঘর পার্ক       খ. আন্টাঘর ময়দান

গ. আন্টাঘর মিউজিয়াম   ঘ.  আন্টাঘর বিনোদন পার্ক

৩১।  আন্টাঘর নামের সাথে জড়িয়ে আছে -

ক. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

খ. পাকিস্তানের  স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

গ. ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

ঘ. ভারতের ষড়যন্ত্রের ইতিহাস

৩২। সিপাহী বিদ্রোহ হয় কত সালে ?

ক. ১৭৫৭    খ.  ১৭৫৮     গ. ১৯৪৭     ঘ.  ১৮৫৭

৩৩। রানী ভিক্টোরিয়া কে ছিলেন ?

ক. ইংল্যান্ডের রানী     খ. ভারতের রানী

গ. জাপানের রানী      ঘ.  চীনের রানী

৩৪। সিপাহী বিদ্রোহ বলতে বোঝায় - 

ক. ইংরেজদের সাথে এদেশীয় সৈন্যদের বিদ্রোহ

খ. ইংরেজদের সাথে চীনের সৈন্যদের বিদ্রোহ

গ. ইংরেজদের সাথে ফরাসিদের বিদ্রোহ

ঘ. ইংরেজদের সাথে তুর্কিদের বিদ্রোহ

৩৫। আন্টাঘর ময়দানে এদেশীয় সৈনিকদের নির্মম হত্যাকাণ্ডের কত বছর পর  এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয় ?

ক. তিনশ বছর খ. দুইশ বছর

গ. একশ বছর ঘ. পঞ্চাশ বছর

৩৬। স্বাধীনতার জন্য প্রাণদানকারী সৈনিকদের স্মৃতি রক্ষার্থে আন্টাঘর ময়দানে কত সালে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়?

ক. ১৮৫৭  খ. ১৭৫৮   গ.  ১৭৫৭   ঘ. ১৯৫৭

উত্তর : ২৭। গ ২৮। খ ২৯। ক  ৩০। খ  ৩১। গ ৩২। ঘ ৩৩। ক ৩৪। ক ৩৫। গ ৩৬। ঘ