শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

আপডেট : ২৮ জুন ২০১৯, ২০:৩৬

সাধারণ জ্ঞান

মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক,

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

 

১। জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট প্রস্তাব কবে উপস্থাপন করা হয়?

উত্তর: ১৩ জুন, ২০১৯ বৃহস্পতিবার।

২। ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার কীরূপ?

উত্তর: পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

৩। সমপ্রতি কোন্ সংস্থা বিশ্বের সেরা ১০টি অর্থবহ পতাকার তালিকায় বাংলাদেশের পতাকাকে স্থান দিয়েছে?

উত্তর: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

৪। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার সূত্রপাত হয় কখন থেকে?

উত্তর: ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে।

৫। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ্ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে এবারের ঈদুল ফিতরে কত লক্ষ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেছেন?

উত্তর: আয়োজকদের তথ্যমতে ছয় লক্ষ।

৬। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর বিশ্বে কত শতাংশ প্রবৃদ্ধি হতে পারে?

উত্তর: ২ দশমিক ৬ শতাংশ।

৭। বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: ডেভিড ম্যালপাস।

৮। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার কততম ঈদের জামায়াত অনুষ্ঠিত হলো?

উত্তর: ১৯২তম।

৯। সমপ্রতি আফ্রিকান ইউনিয়নভুক্ত কোন্ সদস্য রাষ্ট্রের সদস্যপদ স্থগিত করা হয়েছে?

উত্তর: সুদানের।

১০। ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রীর নাম কী?

উত্তর: এস জয়শংকর।

১১। সমপ্রতি সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনের কততম আসর বসেছিল?

উত্তর: ১৪তম।

১২। সমপ্রতি জাপানে অনুষ্ঠিত ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনে কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন?

উত্তর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৩। সমপ্রতি ইউরোপে ডি-ডে‘র কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো?

উত্তর: ৭৫তম।

১৪। “চাঁদ মঙ্গলেরই অংশ” সমপ্রতি এমন মন্তব্য করে সারাবিশ্বে আলোচনার ঝড় তুলেছেন কে?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৫। সমপ্রতি কে ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন?

উত্তর: সাবেক মন্ত্রী ও অলিম্পিয়ান আসলাম শের খান।

১৬। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসেছে কবে?

উত্তর: ১১ জুন, ২০১৯।

১৭। এবারের কৃষি শুমারি, ২০১৯-এর প্রতিপাদ্য বিষয় কী?

উত্তর: কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।

১৮। এবারে সারাদেশে কততম কৃষি শুমারি অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: ৬ষ্ঠ।

১৯। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান কে?

উত্তর: সাকিব আল হাসান।

২০। সমপ্রতি চাঁদ দেখা নিয়ে জটিলতা নিরসনে উন্নত প্রযুক্তির চাঁদ পর্যবেক্ষণাগার স্থাপন করতে যাচ্ছে কোন্ দেশ?

উত্তর: সৌদি আরব।     মতামত:০১৭১৪৭০৫৭২৭