বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:২৪

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে দেখবে ও চর্চায় রাখবে। আজ আমি প্রশ্নকাঠামো অনুযায়ী ২ নং চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলী আলোচনা করছি  ২ টি প্রশ্ন থাকবে ১ টির উত্তর দিতে হবে । 

১। একটি কারখানায়  ৫ দিনে ২৪৫০ টি বাই সাইকেল তৈরি হয় , ৪ সপ্তাহে ঐ কারখানায় কতটি বাইসাইকেল তৈরি হবে ?

 

ঐ কারখানায় , ৫ দিনে তৈরি হয় ২৪৫০  টি বাইসাইকেল

অতএব ,

১ দিনে তৈরি হয় = ২৪৫০ ¸ ৫ = ৪৯০ টি বাই সাইকেল

“  ৭ দিন বা ১ সপ্তাহে তৈরি হয় = ৪৯০´ ৭ = ৩৪৩০ টি বাইসাইকেল 

“  ৪ সপ্তাহে তৈরি হয় = ৩৪৩০´৪ = ১৩৭২০ টি বাইসাইকেল ।

উত্তর:  ১৩৭২০ টি বাইসাইকেল ।

২। ১২ টি বিস্কুট ও ৩০ টি চকলেটের মুল্য একত্রে ১৯২ টাকা । একটি বিস্কুটের মুল্য ৬ টাকা হলে একটি চকলেটের মুল্য কত ?

সমাধান:

 ১ টি বিস্কুটের মুল্য ৬ টাকা

১২ টি বিস্কুটের মুল্য = ৬´১২ = ৭২ টাকা  ।

১২ টি বিস্কুট ও ৩০ টি চকলেটের মূল্য একত্রে ১৯২ টাকা

অতএব , ৩০ টি চকলেটের মুল্য ( ১৯২-৭২ ) টাকা = ১২০ টাকা  ।

            ১   “      “         “   = ( ১২০¸৩০ ) = ৪ টাকা

উত্তর:একটি চকলেটের মুল্য = ৪ টাকা ।

৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হলে তাদের প্রত্যেকের বয়স কত ?

সমাধান:

যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ।

অতএব ,পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ + ১ গুণ = ৫ গুণ ।

পুত্রের বয়স = ( ৮০ ¸ ৫ ) বছর = ১৬  বছর  ।

অতএব , পিতার বয়স = ( ১৬ ´৪ ) বছর = ৬৪ বছর

উত্তর: পিতার বয়স ৬৪ বছর , পুত্রের বয়স ১৬ বছর ।

৪। আজিজ সাহেব নতুন বাড়ীর জন্য ৩৪৬৫০ টাকায় ৪৫ টি বাল্ব এবং ৮ টি ফ্যান কিনলেন । প্রতিটি ফ্যানের ক্রয়মূল্য ৩১৫০  টাকা হলে প্রতিটি বাল্বের ক্রয়মূল্য কত ?

সমাধান:

            ১ টি ফ্যানের মূল্য ৩১৫০ টাকা

অতএব , ৮ টি ফ্যানের মূল্য  = ( ৩১৫০´ ৮) = ২৫২০০ টাকা

৪৫ টি বাল্ব ও ৮ টি ফ্যানের ক্রয়মুল্য ৩৪৬৫০ টাকা

                 ৮ টি ফ্যানের ক্রয়মুল্য  ২৫২০০ টাকা

                ৪৫ টি বাল্বের ক্রয় মুল্য = ৯৪৫০ টাকা

অতএব  ১ টি বাল্বের ক্রয় মুল্য  = ( ৯৪৫০¸৪৫ ) টাকা

                                      = ২১০ টাকা

উত্তর: প্রতিটি বাল্বের ক্রয়মুল্য  ২১০ টাকা ।

৫। একটি পরিবারে ৮ জন লোকের ২৬ দিনের খাদ্য আছে  । ৫ দিনপর ১ জন  লোক বাইরে চলে  গেল । অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে ?

সমাধান:

৫ দিন খাওয়ার পর অবশিষ্ট থাকে ( ২৬-৫ ) দিন = ২১ দিনের ।

১ জন লোক বাইরে চলে যাওয়ায় লোক সংখ্যা হয় = ( ৮-১ ) জন = ৭ জন।

৮ জন লোকের খাদ্য চলে  ২১ দিন

১ ,,    ,,     ,,      ,,    = (২১´৮ ) দিন  = ১৬৮ দিন

৭  ,,     ,,     ,,     ,,   =  ( ১৬৮¸৭ ) দিন = ২৪ দিন  ।

 

উত্তর: ২৪ দিন  ।