শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:০১

ইংরেজি

জ্যাকি প্রামান্ডো পেরেরা, সহকারি শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

               

 

 

Kinds of Noun

 

1. Noun : Noun 5 প্রকার।

 যথা— 1.Proper Noun 2.Common Noun

3.Collective Noun 4.Material Noun

5.Abstract Noun

1. Proper Noun :

Kabir goes to school. (কবির স্কুলে যায়।)

Bangladesh is our motherland.

(বাংলাদেশ আমাদের মাতৃভূমি।)

I read the Quran. (আমি কোরআন পড়ি।)

Kabir —মানুষের নাম, Bangladesh —দেশের নাম,

Quran —ধর্মগ্রন্থের নাম।

তার মানে, Proper Noun এর সংজ্ঞা হলো—

যে word দিয়ে মানুষ, দেশ, স্থান, গ্রন্থ ইত্যাদির নাম  বোঝায় তাকে Proper Noun বলে।

উদাহরণ— Kabir, Bangladesh, Quran ইত্যাদি।

2. Common Noun :

Himel is a student. (হিমেল একজন ছাত্র।)

Mr. Kamal is a doctor. (মি. কামাল একজন ডাক্তার।)

student —অর্থ ছাত্র, doctor —অর্থ ডাক্তার। যে কোনো ছাত্র/ছাত্রীকে ডাকা হয় student, যে কোনো শিক্ষককে ডাকা হয় teacher|

তার মানে, Common Noun এর সংজ্ঞা হলো—

যে নাম ধরে একজাতীয় সকলকে ডাকা হয়, তাকে Common Noun বলে।

উদাহরণ— boy, girl, cow ইত্যাদি।

3. Collective Noun :

Kabir joined the army. (কবির সেনাবাহিনীতে যোগ দিল।)

 Our team has won the game.

(আমাদের দল খেলায় জিতেছে।)

army —অর্থ সেনাবাহিনী, team —অর্থ দল। army, team —এই word গুলো দিয়ে সম্মিলিতভাবে একটি নামকে  বোঝায়।

তার মানে, Collective Noun এর সংজ্ঞা হলো—

সম্মিলিতভাবে একটি নাম বোঝালে তাকে Collective Noun বলে।

উদাহরণ— Army, Committee, team ইত্যাদি।

4. Material Noun :

Honey tastes sweet. (মধু মিষ্টি লাগে।)

Gold is a precious metal. (সোনা মূল্যবান ধাতু।)

honey —অর্থ মধু, gold —অর্থ সোনা। honey, gold —এই word গুলো দিয়ে পদার্থের নাম বোঝায়। এই পদার্থগুলো ওজন করে পরিমাপ করা হয়।

তার মানে, Material Noun এর সংজ্ঞা হলো—

যে word দিয়ে কোনো পদার্থের নাম বোঝায় এবং তা ওজন করে পরিমাপ করা হয়, তাকে Meterial Noun বলে।

উদাহরণ— honey, gold, silver, Rice ইত্যাদি।

5. Abstract Noun : Kindness is a great virtue. (দয়া একটি মহত্ গুণ।) Honesty is the best policy. (সততাই সর্বোত্কৃষ্ট পন্থা।)

kindness —অর্থ দয়া, honesty —অর্থ সততা। kindness, honesty —এই নামগুলো শুধু অনুভব করা যায়, কিন্তু ধরা যায় না, এমনকি চোখেও দেখা যায় না। তার মানে, Abstract Noun এর সংজ্ঞা হলো—

যে নাম ধরা-ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাকে Abstract Noun বলে। উদাহরণ— kindness, honesty, truth ইত্যাদি।