শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০১৯

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:২৬

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

           

১. বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য কতটি? 

ক. ৩টি     খ. ৪টি        গ. ৫টি        ঘ. ৭টি

২. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?                       

ক. ভৈরব খ. চাঁদপুর গ.দেওয়ানগঞ্জ ঘ.আজমিরিগঞ্জ

৩. চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? ক. পদ্মা  খ. আত্রাই  গ. পুনর্ভবা     ঘ. মহানন্দা

৪. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?

ক. চাঁপাইনবাবগঞ্জ                  খ. খাগড়াছড়ি

গ. রাঙামাটি                          ঘ. বান্দরবান

৫. বিশ্বকাপ দাবায় অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি নারী দাবাড়ু কে?      

ক.শামিমা আক্তার লিজা   খ. শামিম আরা নীপা

গ. তাহেরা খাতুন           ঘ. শামিমা শারমিন

৬. বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংগঠনের নাম

ক. BEMF               খ. BFME       

গ. BAPA                ঘ. BENF

৭. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?    

ক. বিষুবরেখা                   খ. কর্কটক্রান্তি রেখা

গ. মকরক্রান্তি রেখা            ঘ. সুমেরুরেখা

৮. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে?      

ক. বন ও পরিবেশ           খ. বিজ্ঞান ও প্রযুক্তি

গ. প্রতিরক্ষা                  ঘ. দূযোর্গ ব্যবস্থাপনা

৯. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ?   

ক. কুতুবদিয়া               খ. মহেশখালী                                     

গ. সেন্টমার্টিন              ঘ. নিঝুম দ্বীপ

১০. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনু পোনা সংগ্রহ করা হয়?

ক. হালদা  খ. তিস্তা   গ. তিতাস   ঘ. করতোয়া

১১. ২০১৯ বিশ্বকাপ মোট অংশগ্রহণকারী দেশ কতটি?         

ক. ৮     খ. ১০       গ. ১২            ঘ. ১৫

১২. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী দেশে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত?                   ক. ১.৩৬%  খ. ১.৩৭%   গ. ১.৩৮%  ঘ. ১.৩৯% ১৩. আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থার (IFC) বর্তমান সদস্য দেশ কতটি?          

ক. ১৮৩টি   খ. ১৮৪টি  গ. ১৮৫টি  ঘ. ১৮৬টি   

১৪. ২০১৯ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?  

ক. ৭২তম    খ. ৭৬তম  গ. ১০১তম          ঘ. ১৪১তম        

১৫. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ কত?          

ক. ৩৩৩/৮  খ. ৩৩৩/৬  গ. ৩২২/৩  ঘ. ৩২২/৪

১৬. ’টিলাগড় ইকোপার্ক’ কোথায় অবস্থিত?         

ক. চট্টগ্রাম                                           খ. মৌলভিবাজার

গ. পটুয়াখালী                          ঘ. সিলেট       

১৭. বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়?           

ক. নেত্রকোনা                         খ. মৌলভীবাজার

গ. দিনাজপুর                          ঘ. পাবনা

১৮. বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?        

ক. ১৬৬৬ মা.ড.             খ. ১৬৭০ মা.ড.

 গ. ১৭৫০ মা.ড             .ঘ. ১৭৫২ মা.ড.       

১৯. বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত কত?       

ক. ১০০.৩ ঃ ১০০                             খ. ১০২ ঃ ১০০.৩ 

গ. ১০০ ঃ ১০০.২                               ঘ. ১০০.২ ঃ ১০১            

২০. ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে ইউরো জোনের সদস্য কত হবে?

ক. ২৭     খ. ১৮         গ. ২৮                 ঘ. ১৯

২১. স্বাধীন বাংলাদেশে চালু হওয়া দেশের প্রথম সমুদ্রবন্দর কোনটি?    

ক. মংলা   খ. পায়রা   গ. চট্টগ্রাম  ঘ. চালনা

২২. বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত?       

ক.২০১৫-২০২০                                   খ. ২০২০-২০২৫

গ. ২০১৬-২০২০                                    ঘ. ২০১৬-২০২১

২৩. নিচের কোনটি D-8  এর সদস্য দেশ?            

ক. বাংলাদেশ খ. জার্মানি গ. জাপান  ঘ. ভারত

২৪. Sustainable Development Goals এর লক্ষ্যমাত্রা কয়টি?

ক. ৮টি      খ. ১০টি     গ. ১৫টি    ঘ. ১৭টি

২৫. বাংলাদেশের প্রথম সাইবার সিটি নির্মিত হয়েছে কোথায়?           

ক. গাজীপুর    খ. খুলনা    গ. চট্টগ্রাম        ঘ. সিলেট

১.গ ২.ঘ. ৩.খ. ৪.ঘ. ৫.ক.৬.ক. ৭.খ. ৮.গ. ৯.খ ১০.ক. ১১.খ. ১২.খ. ১৩.গ. ১৪.গ. ১৫.ক.  ১৬.ঘ. ১৭.গ ১৮.ঘ. ১৯.গ. ২০.ঘ ২১.খ ২২.গ ২৩.ক. ২৪.ঘ. ২৫.ঘ              

            মতামত: ০১৭১৪৭০৫৭২৭