শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৫

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেয়া হলো,

মনোযোগ দিয়ে অনুশীলন করবে, আশা করছি তোমরা সকলেই পরীক্ষায় খুব ভালো করবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

১. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখ ঃ  ২x ১৫=৩০ ক. ঢাকায় কত সালে বাংলার রাজধানী স্থাপন করা হয়?

খ. লালবাগ কেল্লা কত সালে নির্মাণ করা হয়?

গ. মুক্তিবাহিনী কেন গঠন করা হয়?

ঘ. সোনারগাঁও কেন বিখ্যাত?

ঙ.বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন?

চ. ১৯৭১ সালের ২৬ মার্চ স্মরণীয় কেন?

ছ. বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য কী ছিল?

জ. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?

ঝ. বাংলাদেশের প্রায় সব অঞ্চলে ধান উত্পন্ন হয় কেন?

ঞ. লালবাগ কেল্লার বিশেষ বৈশিষ্ট্য কী?

ট. পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?

ঠ. কোম্পানির শাসন কী?

ড.ছিয়াত্তরের মন্বন্তর কী?

ঢ. বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে কেন প্রতিষ্ঠা করা হয়?

ণ. অর্থকরি ফসল কাকে বলে? বাংলাদেশের প্রধান অর্থকরি ফসলের নাম কী?

২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি):

x১২= ১২

ক. __________ সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।

খ. নবাব সিরাজউদ্দৌলা হলেন বাংলার শেষ _______নবাব।

গ._______করার উদ্দেশ্যে বাংলায় ইংরেজদের আগমন ঘটে।

ঘ. বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ______________।

ঙ. লালবাগ দুর্গের চারদিকে _______তৈরি উঁচু প্রাচীর রয়েছে।

চ.ময়নামতিতে _______সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে।

ছ.আহসান মঞ্জিল ঢাকার _______প্রাসাদ ছিল।

জ._______বিদ্যাচর্চার সুব্যবস্থা ছিল।

ঝ. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ______________নীতি।

ঞ. _______ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয়।

ট. জনসংখ্যার শতকরা প্রায় ______মানুষ

 কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

ঠ.আমাদের প্রধান ফসল _______।

ড. বাংলাদেশে _______তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে।

ঢ. আমরা খাবারকে সুস্বাদু করতে খাবারে বিভিন্ন ধরনের_______ব্যবহার করি।

৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর:                                              ২x৫= ১০

 

বাম

ক. মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়

খ. মুক্তিবাহিনী গঠন করা হয়

গ. বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়

ঘ. মুক্তিফৌজ গঠন করা হয়

ঙ. বঙ্গবীর নামে পরিচিত ছিলেন

 

  ডান

ক. শেখ মুজিবুর রহমান

খ. যুদ্ধ পরিচালনা সুবিধার

গ. ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে

ঘ. ১১ জুলাই ১৯৭১

ঙ. তাজউদ্দি্ন আহমেদ  

চ. মুজিবনগর সরকার গঠনের পর   

ছ. এম এ জি ওসমানী  

 

৪.যেকোন ৮টি প্রশ্নের উত্তর দাও: ৬x৮= ৪৮

ক.পাট কী? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? পাটের চারটি ব্যবহার লিখ।                            ১+১+৪=৬          

খ. অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইটের চারটি ফলাফল লিখ।                           ১+১+৫=৬      

গ. মুক্তিযুদ্ধ কাকে বলে? স্বাধীনতা যুদ্ধে পাকসেনারা আত্মসমর্পণ করেছিল কেন? মুক্তিযুদ্ধের চারটি তাত্পর্য লিখ।                                               ১+১+৪=৬

ঘ. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের মূল চক্রান্তকারী কারা? এ যুদ্ধের চারটি ফলাফল লিখ।               ১+১+১+৩=৬            

ঙ. মুজিবনগর সরকার কাকে বলে? মুজিবনগর সরকার কবে, কোথায় গঠন করা হয়?                      ৪+১+১

চ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে  মুজিবনগর সরকারের চারটি ভূমিকা লিখ।                                   ১+১+৪=৬             

ছ.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? সিপাহি বিদ্রোহে বাংলার পাঁচটি ভূমিকা লিখ।           ১+৫=৬

জ.মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ের পাঁচটি নিদর্শনের বর্ণনা দাও।                              ১+৫=৬

ঝ. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে রপ্তানিমুখী শিল্পের নাম কী? এ শিল্পের পাঁচটি গুরুত্ব লিখ।          ১+৫=৬

ঞ. বাংলাদেশের অর্থনীতি মূলত কী নির্ভর? বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাঁচটি উপায় লিখ।                                                   ১+৫=৬

ঝ, বুদ্ধিজীবী কারা? ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? পাঁচটি বাক্যে লিখ।       ১+৫=৬