বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেন্ট যাকোব স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩

 

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পড়ালেখার পাশাপাশি ব্যবহারিক বা জীবনমুখী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর সেন্ট যাকোব স্কুল সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ ও তার আশপাশ পরিচ্ছন্ন রাখতে এক কর্মসূচি গ্রহণ করে। এতে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ অংশ নেন।   মোহাম্মদপুরের, ইকবাল রোডের বিভিন্ন স্থানে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা, আবর্জনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে তারা জড়ো করে রাস্তাগুলো পরিষ্কার করেন এবং রাস্তার বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট পাত্র স্থাপন করেন। শ্রেণিকক্ষ ও চারপাশ  শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন থাকা জরুরী। মানসিক ও ভৌত পরিবেশ তাদের মনে অনেক প্রভাব বিস্তার করে।  ভবিষ্যত্ নাগরিক হিসেবে শিশুদের দায়িত্ব কী হবে তা শিশুকাল থেকে স্কুল ও গৃহ থেকে তাদের অন্তরে বিস্তার ঘটাতে হবে।

পরিবেশ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব কেবল সরকারেরই নয়, ছোট বড় আমাদের সকলের। পরিচ্ছন্নতা একটি অভ্যাস; আর এই অভ্যাস গড়ে তোলার জন্য চর্চা অপরিহার্য। এরই অংশ হিসেবে সেন্ট যাকোব স্কুলে এই কর্মসূচি পালিত হয়।