শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম হয় বিষুবীয় অঞ্চলে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে উচ্চ বিদ্যালয়

কুমিল্লা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ‘পৃথিবী ও মহাকর্ষ’ থেকে জ্ঞান ও অনুধাবন প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো।

ক. ওজন কাকে বলে?

উত্তর: বস্তুকে যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে।

খ.অভিকর্ষজ ত্বরণ  `g’ এর মান ৯.৮ মিটার/সেকেন্ড২ বলতে কী বোঝ?

উত্তর: অভিকর্ষজ ত্বরণ  `g’ এর মান ৯.৮ মিটার/সেকেন্ড২ বলতে বোঝায় যে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ ৯.৮ মিটার /সেকেন্ড হারে বৃদ্ধি পাবে।

ক. অভিকর্ষ কী?

উত্তর : অভিকর্ষ : পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে অভিকর্ষ বলে।

খ. ভর ও ওজনের মধ্যে পার্থক্য কী?

উত্তর :  ভর ও ওজনের মধ্যে পার্থক্য:

 

             ভর

১. বস্তুর ভর হলো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণ।

২. স্থানভেদে বস্তুর ভরের কোন পরিবর্তন হয় না।

৩. ভরের একক কিলোগ্রাম

       ওজন

১. বস্তুর ওজন হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল।

২. স্থানভেদে বস্তুর ওজন পরিবর্তিত হয়।

৩. ওজনের একক নিউটন।

ক. অভিকর্ষজ ত্বরণের মান কোন অঞ্চলে সবচেয়ে কম?

উত্তর : অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম হয় বিষুবীয় অঞ্চলে।

খ. অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখ।

উত্তর : নিচে অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে পার্থক্য দেয়া হলো;

 

  অভিকর্ষজ ত্বরণ

 

১.অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এর গড় মান ৯.৮ মিটার/সেকেন্ড২

 

  মহাকর্ষ ধ্রুবক

 

১. এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে।

 

ক. মহাকর্ষ কাকে বলে?

উত্তর : মহাকর্ষ: মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।