বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:২৮

সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা

 

সুপ্রিয় বন্ধুরা,  অনুশীলনের মধ্যে রেখো তোমার পড়া বিষয়গুলো। অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ে যাও তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে।

 

জনসংখ্যা                                                 

 

১. কেন খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয়?

উ: অধিক জনসংখ্যার ফলে।

২. অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কী কমে যাচ্ছে?

উ: কৃষি জমির পরিমাণ।

৩. আমাদের কত লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো?

উ: ২৫ লক্ষ টন।

৪. মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কী?

উ: পরিধেয় বস্ত্র।

৫. উপযুক্ত পোশাক না থাকায় শিশু কোথায় আসতে চায় না?

উ: বিদ্যালয়ে।

৬. জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে কত জন মানুষ গৃহহীন?

উ: প্রায় ১০ লক্ষ।

৭. প্রতিবছর কত জন মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে?

উ: প্রায় ৩০ লক্ষ।

৮. নিরাপত্তা আর কাজের খোঁজে গৃহহীন মানুষেরা কোথায় আসছে?

উ: শহরে।

৯. বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে?

উ: ৩০ লক্ষ।

১০.সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর কিসের প্রভাব পড়ে?

উ:  অধিক জনসংখ্যার।

১১. সমাজের অগ্রগতিতে কী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উ:শিক্ষা।

১২. আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনও অক্ষরজ্ঞানহীন?

উ: ৩৫ শতাংশ।

১৩.  অনেক পিতামাতা তাদের সন্তানকে কেন বিদ্যালয়ে পাঠাতে পারে না?

উ: দরিদ্রতার কারণে।

১৪. আমাদের দেশে কিসের তুলনায় চিকিত্সকের সংখ্যা অনেক কম?

উ: জনসংখ্যার তুলনায়।

১৫. মানুষ কেন পর্যাপ্ত চিকিত্সা সেবা পায় না?

উ: চিকিত্সক কম বলে।

১৬. অনেকে উপার্জন করতে না পারার কারণ কী?

উ: স্বাস্থ্যহীনতা।

১৭. পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ার কারণ কী?

উ: অতিরিক্ত জনসংখ্যা।

১৮. মানুষ গাছপালা কেটে কী তৈরি করছে?

উ: বাড়িঘর।

১৯. অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে কী ব্যবহার করা হচ্ছে?

উ: প্রচুর রাসায়নিক সার  ও কীটনাশক।

২০. আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে কেন?

উ: ভূ-গর্ভের পানি উত্তোলনের কারণে।

২১. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কী?

উ: দক্ষ জনশক্তি।

২২. কিসের মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব?

উ: দক্ষ জনশক্তি।

২৩. দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে কী আয় করার সুযোগ রয়েছে?

উ: বৈদেশিক মুদ্রা।

২৪. আমাদের দেশের নানা পেশার মানুষ কোথায় কর্মরত আছে?

উ:বিদেশে।

২৫. বিদেশে কর্মরত ব্যক্তির পাঠানো অর্থ পরিবারের চাহিদা পূরণ করে দেশের কী সমৃদ্ধ করছে?

উ:   অর্থনীতি।

২৬. জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে কিসের মান উন্নত করতে হবে?

উ: শিক্ষার।