শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:২৮

সংক্ষিপ্ত প্রশ্ন

গণিত

 

 

সময়

 

১.বাংলা সনের তৃতীয় মাসের নাম কী?

উত্তর : আষাঢ়।

২.বাংলা ক্যালেন্ডারের ৩০ দিনে মাস শুরু হয় কোন মাস থেকে?

উত্তর : আশ্বিন।

৩.বাংলা সনের ৩০ দিনের মাস কতটি?

উত্তর : ৭টি।

৪.রাত ১২টা থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত ১ দিন ধরা হয় কোন সময়সূচিতে?

উত্তর : ২৪ ঘণ্টা সময়সূচিতে।

৫.২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কত অঙ্কে প্রকাশ করতে হয়?

উত্তর : ২ অঙ্কে।

৬.বাংলা কোন কোন মাস ৩১ দিনে হয়?

উত্তর : বাংলায় প্রথম পাঁচ মাস ৩১ দিনে হয়। যেমন— বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র।

৭.২৪ ঘণ্টা সময়সূচিতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?

উত্তর : ২৪ ঘণ্টা সময়সূচিতে রাত ১২টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়।

৮.ইংরেজি কোন কোন মাস ৩১ দিনে হয়?

উত্তর : ইংরেজি সাত মাস ৩১ দিনে হয়। যেমন— জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর।

৯.অধিবর্ষ কী?

উত্তর : অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছর ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে।

১০.‘অধিবর্ষ’ সালগুলো চেনার উপায় কী?

উত্তর :  ইংরেজি সালের সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য না হলে এবং তা ৪ দ্বারা বিভাজ্য হলে তা অধিবর্ষ বা ‘লিপ ইয়ার’ হয়।

ইংরেজি  সালের একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য হলে এবং ৪০০ দ্বারা বিভাজ্য হলে তা অধিবর্ষ।

১১.অধিবর্ষে  কোন মাসের সাথে ১ দিন যোগ করা হয়?

উত্তর : লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের সাথে ১ দিন যোগ করা হয়।

১২.ভাদ্র মাস কত দিনে হয়?

উত্তর : ৩০ দিনে।

১৩.কত বছরে এক দশক?

উত্তর : ১০ বছরে ১ দশক।

১৪.কত বছরে ১ যুগ।

উত্তর : ১২ বছরে ১ যুগ।

১৫.কত বছরে ১ শতাব্দী?

উত্তর : ১০০ বছরে ১ শতাব্দী।

১৬.১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়কে কী বলে?

উত্তর : ঊনবিংশ শতাব্দী।

১৭. ৫০ বছর সময়কে কত দশক বলা যাবে?

উত্তর : ৫০ বছর সময়কে ৫ দশক বলা যাবে।

১৮. ৬০ বছরে কত যুগ?

উত্তর : ৬০ বছরে ৫ যুগ।

১৯. ইংরেজি কত মাস ৩১ দিনে এবং বাংলা কত মাস ৩০ দিনে হয়?

উত্তর : ইংরেজি ৭ মাস ৩১ দিনে এবং বাংলা ৭ মাস ৩০ দিনে হয়।