বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:১৫

সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

সুপ্রিয় বন্ধুরা,  অনুশীলনের মধ্যে রেখো তোমার পড়া বিষয়গুলো। অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ে যাও তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে।

 

জলবায়ু ও দুর্যোগ

 

১. কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কী বলে?

উ: আবহাওয়া।

২. কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কী বলে?

উ: জলবায়ু।

৩. কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে?

উ: জলবায়ু।

৪.কত বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?

উ: ৩০-৪০ বছরের।

৫. প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশ কোন কোন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে?

উ: বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প।

৬. বিশ্বের জলবায়ু বদলে যাওয়ার অন্যতম কারণ কোনটি?

উ: মানবসৃষ্ট   দূষণ।

৭. বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে কেন?

উ: পরিবেশ দূষণের ফলে।

৮. তাপমাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবীতে কী প্রভাব পড়ছে?

উ: একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে।

৯. জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে কিসের সম্ভাবনা বেড়ে যায়?

উ: প্রাকৃতিক দুর্যোগ।

১০. জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?

উ: ২০ শতাংশ।

১১. দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে?

উ:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১২. ঘূর্ণিঝড় সিডর কত সালে বাংলাদেশে আঘাত হানে?

উ: ২০০৭ সালে।

১৩. ঘূর্ণিঝড় আইলা কত সালে বাংলাদেশে আঘাত হানে?

উ: ২০০৯ সালে।

১৪. ঘূর্ণিঝড় আইলায় বাংলাদেশে কী ক্ষয়ক্ষতি হয়?

উ: ৩৩০ জন মানুষ মারা যায়, ৮২০৮ জন নিখোঁজ হয় এবং ১০ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে; এছাড়াও অর্থনৈতিক ভাবেও ক্ষয়ক্ষতির শিকার হয়।

১৫. ঘূর্ণিঝড় সিডরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল?

উ: ১৬০ কিলোমিটার।

১৬. ঘূর্ণিঝড় সিডরে কতজন মানুষের প্রাণহানি ঘটে?

উ: ৩,৪৪৭ জন।

১৭. কোথায় অসংখ্য নদী রয়েছে?

উ: বাংলাদেশে।

১৮. বাংলাদেশের অনেক জায়গাতে কিসের প্রবণতা দেখা যায়?

উ: নদীভাঙনের।

১৯. নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে কী হয়?

উ: আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়ি-ঘর সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার বিলীন হয়ে যায়।

২০. কিসের ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়?

উ: নদী ভাঙনের।