শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাইরে নয়, অযোধ্যায় অধিকৃত ৬৭ একর থেকে জমি দাবি মুসলিমদের

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০০:২৯

ভারতে সুপ্রিম কোর্টের রায়ের পর মসজিদের জন্য পৃথক ৫ একর জমির খোঁজ শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের এক কর্মকর্তা জানান, আমাদের গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গায় মসজিদের জন্য জমি খুঁজতে বলা হয়েছে। কিন্তু এই জমি নিয়েই প্রশ্ন তুলেছেন সংখ্যালঘু মুসলিমরা। মামলার অন্যতম প্রধান পক্ষ ইকবাল আনসারির দাবি, আমাদের সুবিধামতো মূল ৬৭ একরের মধ্যেই দিতে হবে। তাহলেই আমরা জমি নেব। না হলে আমরা এই প্রস্তাব মানব না। শুধু ইকবালই নয়, একই দাবি অযোধ্যার অনেক মুসলিম বাসিন্দার। এ নিয়ে কিছুটা ক্ষোভের সুরে অন্যতম পক্ষ হাজি মেহবুব বলেন, আমরা এই ললিপপ নেব না। তাদের স্পষ্ট করে দিতে হবে যে, তারা আমাদের ঠিক কোথায় জমি দিতে চায়। —আনন্দবাজার পত্রিকা