বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০০ কোটি টাকা দিতে সম্মত গ্রামীণফোন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:৪২

শর্ত মানলে বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ২০০ কোটি টাকা দিতে সম্মত বলে আদালতকে জানিয়েছেন গ্রামীণফোনের আইনজীবী। তবে বিটিআরসির আইনজীবী জানিয়েছেন, গ্রামীণফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকার অর্ধেক দিলে আলোচনায় বসবে। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার দিন ঠিক করেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন।

গত ২৪ অক্টোবর ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে গ্রামীণফোন আপাতত বিটিআরসিকে কত টাকা দিতে পারবে তা জানাতে বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুযায়ী গতকাল সকালে এ বিষয়ে শুনানি শুরু হলে গ্রামীণফোনের আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস আদালতকে বলেন, গত ৩ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বসে আমরা কিছু শর্ত দিয়েছি। তারা শর্তগুলো মানলে আমরা ২০০ কোটি টাকা দিতে রাজি আছি।

তবে বিটিআরসির আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পাওনা টাকার অর্ধেক আপাতত দিক। এরপর কমিটির মাধ্যমে বাকি অর্থ আদায়ের ব্যাপারে আলোচনা হতে পারে। অন্যথায় গ্রামীণফোনের কাছে  পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের ওপর নিষেধাজ্ঞার আদেশ স্থগিতের দাবি জানান তিনি। বিটিআরসির আরেক আইনজীবী ছিলেন খোন্দকার রেজা-ই রাব্বী।