বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহারাষ্ট্রে সরকার গড়ছে শিব সেনা এনসিপি ও কংগ্রেস

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০০:২৬

শেষ পর্যন্ত সরকার পেতে চলেছে ভারতের মহারাষ্ট্রবাসী। বহু আলোচনা, অনেক টানাপোড়েনের পর একসঙ্গে সরকার গড়তে সম্মত হল শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না দিতে পারায় বর্তমানে সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার বলেছেন, এবার শিবসেনার সঙ্গে এনসিপি-কংগ্রেস জোট হাতে হাত ধরে সরকার গঠন করবে মহারাষ্ট্রে। যদিও প্রথমে কিছুতেই শিবসেনার সঙ্গে সরকার গড়তে রাজি ছিল না কংগ্রেস। তবে শেষ পর্যন্ত আদর্শগতভাবে শিবসেনার সঙ্গে মতভেদ থাকলেও একজোট হয়ে ওই তিন দল পূর্ণ মেয়াদের সরকার চালাবে বলেও আত্মবিশ্বাসী তিনি। জানা গেছে, আজ শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের জন্যে অনুমতি চাইবে ওই তিন দল। -এনডিটিভি