শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানে বিক্ষোভে গ্রেফতার নির্দোষদের ছেড়ে দেওয়ার নির্দেশ রুহানির

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:২৭

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত ১৫ নভেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। ইরান বিক্ষোভের জন্য শত্রু দেশ যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং সৌদি আরবকে দায়ী করছে। তবে গতকাল ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিক্ষোভের সময় গ্রেপ্তার নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি দিতে হবে। আর যাদের হাতে অস্ত্র ছিল না তাদেরও মুক্তি দেওয়া উচিত বলে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন হাসান রুহানি। প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসবে তেহরান। মঙ্গলবার ইরান বিক্ষোভকারীদের গুলি করে হত্যার কথা স্বীকার করে। যদিও হত্যার সংখ্যা জানায়নি। - আল জাজিরা