শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অধিকাংশই এই আদালতের আইনজীবী নন —বার সভাপতি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘আজকে আদালতে যা ঘটেছে তা ন্যক্কারজনক ও নিন্দনীয়। এ রকম ঘটনা আমি কোনো দিনও দেখিনি। আদালতের বিচারকাজ পরিচালনায় বাধা সৃষ্টি করা হলো। দুর্ভাগ্যজনক এ কারণে যে, যারা এ কাজ করল তাদের অধিকাংশই এই আদালতের আইনজীবী না। তারা বহিরাগত, কালো কোট পরে তারা এখানে এসে হট্টগোল করেছেন।’ ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য এই ঘটনায় জড়িতদের আদালত থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বার সভাপতি এ কথা বলেন।

তিনি বলেন, তারা যদি বাংলাদেশের আইনজীবী হন তাহলে তাদেরকে আইন পেশা থেকে নির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার না করলে এ ধরনের অন্যায়ের প্রতিকার করা যাবে না। বিচার চাওয়া তাদের অধিকার আর জামিন দেওয়া আদালতের এখতিয়ার। আগামী দিনও এ ধরনের পরিস্থিতির আশঙ্কা থাকলে জামিন শুনানি বন্ধ রাখারও অনুরোধ জানান তিনি।