শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চলবে : ন্যান্সি পেলোসি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘আর্টিকেলস অব ইমপিচমেন্ট’ বা অভিশংসনের আর্টিকেল প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। গতকাল বৃহস্পতিবার অভিশংসন প্রক্রিয়া নিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আর্টিকেলস অব ইমপিচমেন্ট’ নিয়ে অগ্রসর হতে হাউজের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাডলারকে অনুমতি দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিষদ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন অভিযোগ দায়ের করবে। তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্র এখন বিপদগ্রস্ত। প্রেসিডেন্টকে অপসারণ করা ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই। যুক্তরাষ্ট্রে কেউই আইনের ঊর্ধ্বে নন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের রাজনৈতিক সুবিধার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। জাতীয় স্বার্থকে তিনি জলাঞ্জলি দিয়েছেন।’

পেলোসির বিবৃতির পর এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘যদি অভিশংসন করতে চাও দ্রুত করো। যাতে আমরা সিনেটে ন্যায়বিচার পেতে পারি।’  অন্য এক টুইট বার্তায় হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম বলেন, স্পিকার পেলোসি ও ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প অন্যায় কিছুই করেননি বরং দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে মার্কিন অর্থনীতি মজবুত হয়েছে, কর্মসংস্থান বেড়েছে এবং সেনাবাহিনী আরো শক্তিশালী হয়েছে। আমরা সিনেটে ন্যায়বিচারের অপেক্ষায় থাকছি।