শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ :ডাকসু ভিপি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:১২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর সরকারের প্রতি অভিযোগ করে বলেন, রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাই ধর্ষণ, খুন, নির্যাতন নিপীড়ন বাড়ছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শাহবাগে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রুম্পার হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে ভিপি বলেন, রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়নমূলক শাসনতন্ত্রে কথা বলতে পারছে না জনণগ। আমাদের বোন ধর্ষণের শিকার হচ্ছে, সেখানেও প্রতিবাদ গড়ে তুলতে বাধার সম্মুখীন হতে হয়। রাষ্ট্রীয়ভাবে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান, আবু হানিফসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।