শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদি রেস্টুরেন্টে এখন থেকে একসঙ্গেই ঢুকবে নারী-পুরুষ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০৫

সৌদি আরবের রেস্টুরেন্টে নারী ও পুরুষের আলাদাভাবে প্রবেশপথের নিয়ম বদলে যাচ্ছে। এখন থেকে রেস্টুরেন্টগুলোকে আলাদা প্রবেশপথ রাখতে হবে না। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ ধরনের সামাজিক রীতিনীতি শিথিল করার ঘোষণা দিয়েছে। বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের মিউনিসিপ্যালিটিস অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় টুইটে বলেছে, রেস্টুরেন্টে প্রবেশে নারী ও পুরুষের আলাদা ব্যবস্থার নিয়ম আর বাধ্যতামূলক থাকবে না। অতীতে নিষেধাজ্ঞা থাকায় আলাদা প্রবেশপথ রাখতে হতো। ধর্মীয় পুলিশ এ ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারত। তবে স্কুল ও হাসপাতালগুলোয় নারী ও পুরুষের প্রবেশপথও থাকার আলাদা বন্দোবস্ত নিয়ে কোনো পরিবর্তন আছে কি না, তা কর্তৃপক্ষ জানায়নি। সৌদি আরবে এরই মধ্যে বেশ কিছু বিধিবিধানে পরিবর্তন আনা হয়েছে। এখন সৌদি নারীরা গাড়ি চালাতে পারে। বিনোদনের স্থানগুলোয় নারীদের প্রবেশের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।