শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগ প্রত্যাহারের আহ্বান বিএনপির

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০০:৩৪

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, অমিত শাহর দায়িত্বজ্ঞানহীন জঘন্য মিথ্যা অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এটার তীব্র নিন্দা এবং এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব বিল পাশ হয়। সেখানে বিজেপি সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যক্কারজনক বক্তব্য দিয়েছেন। তিনি সরাসরি বিএনপির নামোল্লেখ করে অভিযোগ তুলেছেন যে, এই আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অনেক বেশি হয়েছে। অমিত শাহ সত্যভ্রষ্ট। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, বিএনপি সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা হয়েছে সবচেয়ে বেশি। বরং অমিত শাহদের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগের সময়ে তাদের ওপর কমবেশি নির্যাতন হয়েছে। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রতিটি নাগরিকের ধর্মপালনের স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপি সরকারের আমলে সর্বত্র সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারী আওয়ামী শাসনামলেই সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত এসেছে। রিজভী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও আওয়ামী লীগ সমর্থক ড. আবুল বারাকাতের গবেষণা ‘বাংলাদেশে কৃষি ভূমি জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি-২০১৬’সহ দেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে, স্বাধীনতার পর থেকে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যত অত্যাচার-নির্যাতন-নিপীড়ন হয়েছে এবং তাদের যত জায়গাজমি, সহায়সম্পদ দখল হয়েছে তা আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। সুতরাং বিএনপির ওপর দায় চাপিয়ে অমিত শাহর এই বক্তব্য শিষ্টাচারবহির্ভূত এবং সত্ প্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে অশুভ ইঙ্গিতবাহী। একটি দলকে কব্জায় নিয়ে বাংলাদেশে তারা যে আধিপত্য বজায় রেখেছেন, সেটিরই বহিঃপ্রকাশ।