শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উ. কোরিয়া ফের ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:৫১

উত্তর কোরিয়া ফের কোনো ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন। তিনি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বহু পথ আছে যুক্তরাষ্ট্রের হাতে। তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। রবার্ট ও ব্রায়েন বলেন, কিম জং উন যদি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালান তাহলে যুক্তরাষ্ট্র খুবই হতাশ হবে আর এর ফলস্বরূপ ব্যবস্থা নেবে ওয়াশিংটন। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অধিবেশন ডেকেছেন। শনিবার এ সংক্রান্ত এক অধিবেশন শুরু হয়েছে। পরমাণু নিরস্কীকরণে যুক্তরাষ্ট্রের সময়সীমা এগিয়ে আসার প্রেক্ষিতে এই অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে খবর পাওয়া গেছে, উত্তর কোরিয়া আরেকটি আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানোর চিন্তা করছে। -রয়টার্স ও আল জাজিরা